চট্টগ্রাম শাহ আমানত তথা নতুন ব্রীজ হয়ে যাতায়াতকারী ভাই- বোনদের প্রতি বিনীত অনুরোধ এই পোষ্টটি যত পারেন শেয়ার করেন।
.
ডেস্ক রিপোর্ট ।। চট্টগ্রাম শাহ আমানত ব্রীজের এক পাশে পটাতন ভেঙ্গে বড় আকারের গর্ত সৃষ্টি হয়েছে। যা এই মুহূর্তে বড় বিপদজনক ।
এটি আর ও বড় আকার ধারন করে যেকোন মুহূর্তে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
উল্লেখ্য শাহ আমানত তৃতীয় সেতুর দৈর্ঘ্য - ৯৫০ মি./৩১১৭ ফুট, প্রস্থ - ২৪.৪৭ মি./৮০ ফুট। নির্মাণ শুরু আগস্ট ২০০৬ , শেষ জুলাই ২০১০, উদ্বোধন ৮ সেপ্টেম্বর ২০১০ ।
নির্মাণ ব্যয় ৫৯০ কোটি।
নির্মাণ কাজ সম্পন্ন করে চীনা প্রকৌশলী সংস্থা চায়না মেজর ব্রীজ কোম্পানি ।
কতৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণের জন্য শেয়ার করতে পারেন।
আজ সেলিম উদ্দিন চৌধুরী নামে একজন পথচারী সারা আনোয়ারাকে ছবি এবং তথ্য দিয়ে প্রচারের অনুরোধ করেন।
No comments:
Post a Comment