বাঁশখালী প্রেমবাজার ফরেস্ট রোড বালুবাহী ট্রাক চলাচলে নাজুক ৩ কিলোমিটার ভেঙে কর্দমাক্ত - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, May 24, 2018

demo-image

বাঁশখালী প্রেমবাজার ফরেস্ট রোড বালুবাহী ট্রাক চলাচলে নাজুক ৩ কিলোমিটার ভেঙে কর্দমাক্ত

20

আমার বাঁশখালী ডটকম:
বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার ফরেস্ট রোড ও পূর্ব পুইছড়ি বছিরা বাড়ি পর্যন্ত ৩ কিলোমিটার সড়কে বালুভর্তি ডাম্পট্রাক নিয়মিত চলাচলে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে।
সড়কটির কাজের জন্য উপজেলা পরিষদ থেকে কয়েক দফায় টেন্ডার আহ্বান করা হলেও অদৃশ্য কারণে বার বার বাতিল হয়ে যায়। বর্তমানে সড়কটির বিভিন্ন অংশ ধসে পড়ে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। কিছু এলাকায় অতিরিক্ত কাদামাটির কারণে পায়ে হেঁটেও চলাচল করা যাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল পুইছড়ি এলাকায় ছড়ার ওপর সরকারিভাবে বালু উত্তোলনে ইজারা প্রদান করা হয়। গত ৪ বছর ধরে পুঁইছড়ি এলাকায় পুঁইছড়ি ফরেস্ট অফিস সংলগ্ন প্রবাহমান ছড়াটি ইজারা প্রদান করা হচ্ছে। পূর্ব পুঁইছড়ির পাহাড়ি এলাকায় বছিরা বাড়ি, শিয়া পাড়া, ঠেমা পাড়া, নতুন পাড়ায় দুই হাজার পরিবার বসবাস করে আসছে। এই এলাকার শিক্ষক, দিনমজুর, ব্যবসায়ী, কৃষক, ছাত্র–ছাত্রীসহ দুই হাজার পরিবারের চার হাজার মানুষ যাতায়াতে পুঁইছড়ি ফরেস্ট রোড ও বছিরা বাড়ি রোড ব্যবহার করে থাকেন। জঙ্গল পুঁইছড়ি ছড়ার বালু মহালটি সরকারিভাবে প্রতিবছর জেলা প্রশাসকের কার্যালয় থেকে দরপত্র আহ্বানের মাধ্যমে ইজারা প্রদান করা হয়। প্রতিবছরের ন্যায় চলতি বছরেও প্রায় বার লক্ষ টাকা ব্যয়ে জঙ্গল পুঁইছড়ি ছড়াটি ইজারা প্রদান করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ট্রাক আর ট্রাক বোঝাইকৃত বালু একটি অপরটিকে দূরে দাঁড়িয়ে সাইট দিচ্ছে। ১ ঘণ্টার মধ্যে ট্রাক আসা যাওয়া করতে দেখা গেছে। এই বালু নিয়ে নতুন নতুন পাকা ভবন তৈরি, সড়কের ইট বিছানোর কাজ ও গর্ত ভরাট কাজে ব্যবহৃত হচ্ছে। ব্যবসায়ীরা বালু উত্তোলন করে বছিরা বাড়ি এলাকার ছড়ার পাশে স্তুপ আকারে সাজিয়ে রেখেছে। এ ছড়ার কিনারে বালু মহাল থেকে শ্রমিকরা বালু ট্রাকভর্তি করে দিচ্ছে, আর মিনি ড্রাম্প ট্রাক চালকরা এ সড়ক ব্যবহার করে বিভিন্ন স্থানে পরিবহন করে নিয়ে যাচ্ছে। এ সড়কে চলাচলরত নুরুল আমিন, আবু আহমদ বলেন, দৈনিক এ সড়কে ৭০–৮০টি বালু বহনকারী মিনি ড্রাম্পট্রাক চলাচল করে থাকে। বর্তমানে বালুর চাহিদা থাকায় মহাল থেকে পূর্বের উত্তোলনকৃত বালু প্রতিট্রাক বিক্রি হচ্ছে এক হাজার থেকে বারশত টাকায়। আবার মিয়ার দোকান এলাকায় টোল আদায় করা হচ্ছে পাঁচশত টাকা। আর এ বালি পরিবহনে জঙ্গল পুঁইছড়ি ফরেস্ট সড়কটি ব্যবহারে ক্ষতি হচ্ছে প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতে। এ সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসীর দাবি উঠলেও অদৃশ্য কারণে বার বার পিছিয়ে পড়ছে।
পুঁইছড়ি বছিরা বাড়ি এলাকার এক দোকানি জানালেন, বর্ষা মৌসুমে পায়ে হেঁটেও প্রেম বাজার যাওয়া যাচ্ছে না। মানুষের যাতায়াতের সুবিধার জন্য গত ৩ বছর ধরে সি.এনজিচালিত অটোরিক্সা চলাচল শুরু করলেও বালু বোঝাই ভারী ট্রাক চলাচলে সড়কটির অবস্থা নাজুক হয়ে পড়েছে। বালু ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ চিন্তা করে, এলাকার কোন স্বার্থ তাদের মাথায় নেই।
পূর্ব পুঁইছড়ির কলেজছাত্র ফজল করিম বলেন, পুঁইছড়ি ছড়া থেকে বালু উত্তোলনের কারণে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে পানির তোড়ে ছড়ার পাশ ধসে গত ৩ বছরে ৪০–৫০টি বসতঘর ধসে পড়েছে। সহায়–সম্পদ হারিয়ে অনেক পরিবার রাস্তায় বসেছে। এই নিয়ে অনেকে আন্দোলন করে মামলার আসামি হয়েছে। বালু ব্যবসায়ীদের হুমকি–ধামকিতে অনেক যুবক এলাকাছাড়া হয়েছে। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে যেমন খুশি সেই হিসেবে বালু উত্তোলন ও বিক্রি কার্যক্রম চলছে। টোল আদায়ের সাইনবোর্ড টাঙানোর কথা থাকলেও সেই নিময় মানছে না।
পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য তফাজ্জল হোসেন পুতু জানান, পুঁইছড়ি ছড়ার বালু উত্তোলনে সরকারের পক্ষ থেকে ইজারা দেয়া হয়েছে। কিন্তু বালু বহনের কারণে রাস্তার বেহাল অবস্থার তদারকিও প্রয়োজন। বালুবোঝাই ভারী ট্রাক চলাচলে এ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানুল গণি চৌধুরী বলেন, বালু উত্তোলনে ইজারা বন্ধের জন্য উপজেলা পরিষদের মাসিক সভায় অনেকবার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এলাকার শত শত পরিবার ছড়ার ভাঙনের শিকার হয়েছে। দৈনিক শত শত বালু বোঝাই ট্রাক চলাচলে বছিরা বাড়ি সড়কটির অবস্থাও খুব খারাপ হয়ে পড়েছে।
উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, পুঁইছড়ি ফরেস্ট সড়কটির টেন্ডার আহ্বান করা হয়েছিল। কিন্তু দরপত্রে ঠিকাদারগণ অংশ না নেয়ায় তা বাতিল হয়ে যায়। আবারও নতুনভাবে টেন্ডার আহ্বান করা হবে। দৈনিক পূর্বকোণ


আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ

নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *