বাঁশখালীর কোকদন্ডী জগদানন্দ ধামে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, January 5, 2023

বাঁশখালীর কোকদন্ডী জগদানন্দ ধামে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কোকদন্ডী জগদানন্দ ধামে শ্রীমৎ স্বামী অনন্তানন্দ পুরী মহারাজ প্রবর্তিত শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজের ১৭২ তম আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে তিনদিন ব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সাড়ম্বরে উদযাপিত হয়
গত শনিবার অনুষ্ঠানে মহতী ধর্মসভায় ঘোষিত এবং আগামী একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ কুম্ভমেলা উদযাপনকে সামনে রেখে কুম্ভমেলা উদযাপন পরিষদের সভাপতি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি সভাপতি শিল্পপতি শ্রী সুকুমার চৌধুরী ব্যক্তিগত তহবিল থেকে শীতার্তদের মধ্যে ৫০০ পিস কম্বল এলাকার বিভিন্ন অসহায়, দুস্তদের মাঝে বিতরণের জন্যে জগদানন্দ ধামের সেবকদের নিকট হস্তান্তর করেন উল্লেখ্য, এবারের উৎসবের জন্যে প্রণামী প্রদান উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে নগদ লাখ টাকা প্রদান করেছিলেন শ্রী সুকুমার চৌধুরী একই সাথে একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ কুম্ভমেলার সাধারন সম্পাদক শ্রী অনুপ বরণ দাশ এর সহধর্মিনী শ্রীমতি রুমা দাশ এর পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা প্রণামী প্রদান করা হয় অনুষ্ঠানে জগদানন্দ ধাম পরিবার এবং কোকদন্ডী গ্রামের দুস্থ মানুষের পাশে সার্বিক সহযোগিতা দিয়ে থাকতে পারায় সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করা হয় এসময় শিল্পপতি শ্রী সুকুমার চৌধুরী বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয় আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে জনসেবায় আত্মনিবেদন করা পরম ধর্ম  এছাড়াও বাঁশখালীর অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার আশ্বাস প্রদান করেন তিনি

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন