সেনাপ্রধানের আহ্বান: আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করুন - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Sunday, February 23, 2025

demo-image

সেনাপ্রধানের আহ্বান: আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করুন

 Blog%20post%20vwv


নীলফামারী, ২৩ ফেব্রুয়ারি: বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই কোরের সদস্যদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের মেকানিক্যাল সেন্টারে ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

সেনাপ্রধান ইএমই কোরের প্রশংসা করে কোরের সদস্যদের অভিনন্দন জানান এবং সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা ও অধিনায়কদের উদ্দেশ্যে সেনাবাহিনীর উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে সেনাপ্রধান ইএমই সেন্টারে পৌঁছালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান, ইএমই কোরের নবনিযুক্ত কমান্ড্যান্ট মেজর জেনারেল এসএম জিয়াউল আজিম, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসান তাকে স্বাগত জানান।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *