|  | 
আমার বাঁশখালী.কম. ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামের ঘোনা পাড়া এলাকায় গত মঙ্গলবার সন্ধা ৬ টায় নুরুল হক নামের ১০ বছরের ১ শিশু পার্শ্ববর্তী মোঃ আব্দু ছালামের জমির উপর দিয়ে পার্শ্ববর্তী টিউবঅয়েল এ পানি আনতে গেলে তার উপর মোঃ নেজামের আত্বীয় স্বজনরা হামলা চালায়। নুরুল হকের কান্নাকাটি শুনে তার আত্বীয় স্বজনরা এগিয়ে এলে তাদের দারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত রেজাউল করিম(৩৩) কে আশংকা জনক অবস্থায় প্রথমে বাঁশখালী হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে নুরুল হক বাঁশখালী হাসপাতালে ভর্তি রয়েছে। 
|  | 
এ সময় অন্যান্য আহতরা হলেন, আব্দুল মান্নান (৩৬), শারমিন আক্তার (১৮), আমিনুল ইসলাম (১৬), সোমা আক্তার (১৭),  তারা ঐ এলাকার মৃত আবু ছৈয়দের সন্তান মনোয়ারা বেগম (৫০), স্বামী মৃত আবু ছৈয়দ। তারা বর্তমানে বাঁশখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত আব্দুল মান্নান। 
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন হীরা বলেন, ঘটনা শুনেছি অভিযোগ নিয়ে আসলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
 

 
 

 
 
 
 
 
 
 
 


No comments:
Post a Comment