ফেসবুকে রিভিও এর নামে চলছে ডিজিটাল চাঁদাবাজি!!! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Monday, June 18, 2018

ফেসবুকে রিভিও এর নামে চলছে ডিজিটাল চাঁদাবাজি!!!


আমার বাঁশখালী ডটকম:
ঢাকা শহরে একটা সময়ে ব্যবসায়ী আর মোটামুটি মানের বড়লোকদের কাছে আতঙ্কের নাম ছিল অজানা নাম্বারের ফোন। ল্যান্ডফোনের সেই দিনগুলোতে হুটহাট বেজে উঠতো ঘন্টি, ফোনের মালিকের সব তথ্য ওপাশের মানুষটার নখদর্পণে। ভয়ভীতি আর হুমকি দেখানো হতো চাঁদার জন্যে। ভয়ে কেউ সেই অন্যায় দাবী মেনে নিতেন, কেউবা পুলিশের দ্বারস্থ হতেন।
কালা জাহাঙ্গীর, পিচ্চি হান্নান- এরকম কত নামে যে চাঁদা চাওয়া হতো, এরাই তখন ঢাকা শহরের ত্রাস ছিল সম্ভবত। কালা জাহাঙ্গীরদের দিন নেই এখন। ওদের মধ্যে কেউ মরে গেছে, কেউবা হারিয়ে গেছে চিরতরে। কিন্ত মিষ্টি গলায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী হয় এখনও, অচেনা নাম্বার থেকে আসে উড়োফোনও। এই চাঁদাবাজদের দৌরাত্ন্য এখন অনলাইনের জগতে।
আরেকটু পরিস্কার করে বললে, ফেসবুকের নীল-সাদা দেয়ালে। ফেসবুক গ্রুপের মাধ্যমে রিভিও দেওয়ার নামে চলছে ভয়ংকর চাঁদাবাজির খেলা। অসংখ্য গ্রুপ রয়েছে ফেসবুকে যেগুলোর কাজই হচ্ছে বিভিন্ন পন্যর একটা রেস্টুরেন্ট ভালো ব্যবসা করছে, কারো সাতে-পাঁচে নেই; সেটার পেছনে লাগতেও দ্বিধা করছে না এসব গ্রুপের অ্যাডমিনেরা। ফোন করে হুমকি দেয়া হচ্ছে নেগেটিভ রিভিউ দিয়ে ব্যবসায় ‘লাল বাতি’ জ্বালিয়ে দেয়ার।
এসব গ্রুপে বাঁধাধরা দু-চারজন লোক থাকেন, যাদের কাজই হচ্ছে একাধিক আইডি থেকে রিভিউ দেয়া। কেউ টাকা দিলে তার সুনাম করা, কেউ টাকা দিতে না চাইলে তার প্রতিষ্ঠানের নামে মনগড়া নেগেটিভ রিভিউ লেখা!

দোকানের ব্যবসা প্রতিষ্ঠানের, ফেসবুক পেইজের সম্পর্কে রিভিও প্রদান করা। বেশ কিছু গ্রুপ এই বিষয়ে কাস্টমারদের সঠিক তথ্য প্রদান করলেও বেশির ভাগ গ্রুপেই চলছে ডিজিটাল চাঁদাবাজী। টাকার বিনিময়ে বিভিন্ন গ্রুপে চলে রিভিও দেওয়ার খেলা। আপনি টাকার বিনিময়ে পাবেন আপনার ব্যবসার জন্য অসংখ্য প্রজেটিভ রিভিও যার দ্বারা উপকৃত হচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী আর ঠকে যাচ্ছে ক্রেতা।

বিভিন্ন গ্রুপের এডমিন ভাল রিভিও দেওয়ার বিনিময়ে হাতিয়ে নিচ্ছে অসংখ্য টাকা। আপনি দিতে অসিকৃতি প্রদান করলে আপনার নামে বিভিন্ন গ্রুপে চলবে নেগেটিভ রিভিও দেওয়ার হিরিক। এরপর আবার ফোন আবার হুমকি আবার টাকা চাইবে ডিজিটাল চাঁদাবাজরা।

আপনার প্রতিদ্বদ্ধি ঘায়েল করতে চান? তাহলে সামান্য টাকা খরচ করলেই আপনার প্রতিদ্বদ্ধির বিরুদ্ধে গ্রুপ গুলোতে চলে যাবে অসংখ্য নেগেটিভ রিভিও যার ফলে ধ্বংশ হয়ে যাবে তার অসংখ্য শ্রমের বিনিময়ে গড়ে তোলা ব্যবসা।আমার বাঁশখালী ডটকম।সূত্র: ইনিউজ৭১ডটকম।




প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ

নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন