দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪ বন্ধের ‘নির্দেশ’ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Monday, June 18, 2018

দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪ বন্ধের ‘নির্দেশ’


আমার বাঁশখালী ডটকম:
বন্ধ হয়ে গেল দেশের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর.কম। ১৮ জুন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার পর বাংলাদেশের অনেক এলাকা থেকে আর সাইটটিতে ঢোকা যাচ্ছে না।
সংবাদমাধ্যমটি বন্ধের নির্দশনার খবর প্রকাশের পর থেকেই অনলাইনে, অফলাইনে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছিলেন অনেকে। নির্দেশনা পাঠানোর পর প্রায় দুই ঘণ্টা চালু ছিল প্রতিষ্ঠানটির ওয়েবসাইট। সাড়ে ৭টার পর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে সাইটটিতে ঢুকতে না পারার খবর আসতে থাকে। এখনও দু-একটি এলাকা থেকে সাইটটির দু-একটি সাব ডোমেইনে ঢোকা যাচ্ছে।
এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর.কম বন্ধে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি ডোমেইন ব্লক করলেও দেশের বাইরে থেকে সংবাদমাধ্যমটি দেখা যাবে।
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর.কমের বার্তা সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘বিটিআরসি আজ বিকেল সাড়ে ৫টার দিকে বিডিনিউজ বন্ধের নির্দেশ দিয়েছে। কেন বন্ধের নির্দেশ দেওয়া হলো সেটার কারণ এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, জানার চেষ্টা করছি।’
‘যে মেইলে আইআইজিতে সাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে কোনো কারণ বলা হয়নি। আর আমাদেরকেও কোনো স্টেটমেন্ট দিয়ে কারণটা জানায়নি কর্তৃপক্ষ,’ বলেন মনিরুল ইসলাম।
১৮ জুন, সোমবার বিকেলে এক ইমেইলের মাধ্যমে অপারেটরগুলোকে এই নির্দেশ দেওয়া হয়। বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ারের নামে পাঠানো এক ই-মেইলে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
বিটিআরসির পাঠানো ওই ইমেইলে বলা হয়, ‘কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নিচের ডোমেইনগুলো অবিলম্বে আপনার আইআইজিতে ব্লক করার নির্দেশ দেওয়া হলো।’
নির্দেশনায় https://www.bdnews24.com/ ও https://m.bdnews24.com/ ডোমেইন দুটি বন্ধ করতে বলা হয়েছে।
ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিবি) সভাপতি এম এ হাকিম। তিনি বলেন, ‘আমরা এই নির্দেশনা পেয়েছি। তবে শুধু বিডিনিউজটোয়েন্টিফোর বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।’আমার বাঁশখালী ডটকম।সূত্র: ইনিউজ৭১ডটকম।






প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন