![]() |
মান্না, ওমর সানী, ইলিয়াস কাঞ্চন, আমিন খান, রিয়াজ, শাকিল খান এমনকি হালের আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার আগ্রহ প্রকাশ করলেন ‘প্রাক্তন’ অভিনেত্রী। চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ চলচ্চিত্রে সর্বশেষ বাংলাদেশে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এর দীর্ঘদিন পর আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ শিরোনামে বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায় এখন দারুণ জনপ্রিয় শাকিব খান। কলকাতার শীর্ষস্থানীয় কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছে। সেখানে চিত্রপরিচালক এবং অভিনয়শিল্পীরাও শাকিবের ব্যাপারে বেশ আন্তরিক। তাদের বিভিন্ন সাক্ষাত্কার থেকে তা জানা গেছে। শাকিব-ঋতুপর্ণা ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘শাকিব খান একধরনের ছবি করছে। ভালোই হচ্ছে। পুরোপুরি বাণিজ্যিক। আমি চাই, শাকিব আরও ভালো করুক। কারণ, একটা দেশ থেকে আরেকটা দেশে গিয়ে সাফল্য পাওয়া চাট্টিখানি কথা নয়। এটা শাকিব তার কাজ দিয়ে অর্জন করেছে। সবাইকে টেক্কা দিয়ে এ জায়গা অর্জন করা অনেক কষ্টের। কারণ, আমি নিজেও কলকাতার পাশাপাশি বাংলাদেশে কয়েকটি ছবিতে কাজ করেছি। ছবিগুলো দর্শক পছন্দ করেছে। সে কারণে আমি বুঝি, বাইরের দেশে জনপ্রিয়তা পাওয়া কতটা কষ্টের। আমার বাঁশখালী ডটকম।





No comments:
Post a Comment