বিশ্বকাপ নকআউট পর্বে কে কার মুখোমুখি এবং সময়সূচি - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Friday, June 29, 2018

বিশ্বকাপ নকআউট পর্বে কে কার মুখোমুখি এবং সময়সূচি


১৪ জুন থেকে ৩২ দল ৮ গ্রুপে বিভক্ত হয়ে শুরু হয় রাশিয়া বিশ্বকাপের যাত্রা।ইতোমধ্যেই আটটি গ্রুপেরই সকল গ্রুপপর্বের খেলা সম্পন্ন হয়েছে।যথা নিয়মে ৮ টি গ্রুপ থেকে ২ টি করে মোট ১৬ টি দল নকআউটে পৌছে গেছে।বাকি ১৬ টি দল বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।

গ্রুপ পর্বের খেলা শেষে আগামীকাল থেকে ৮ টি ভাগে শুরু হবে ‘রাউন্ড অব সিক্সটিনের মহারন।এর আগে দেখে নেওয়া যাক নকআউটে কোন দল কার মুখোমুখি হবে এবং ম্যাচ গুলোর সময়সুচি-
প্রথম পর্ব শেষে ফলাফল:
৮টি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন যারা: উরুগুয়ে, স্পেন, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ব্রাজিল, সুইডেন, বেলজিয়াম, কলম্বিয়া
গ্রুপ রানার্সআপ যারা: রাশিয়া, পর্তুগাল, ডেনমার্ক, আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, মেক্সিকো, ইংল্যান্ড, জাপান
দ্বিতীয় পর্বের সময়, সূচি-

ম্যাচ-৪৯: ৩০ জুন: ফ্রান্স-আর্জেন্টিনা (সোচি, রাত ৮টা)
ম্যাচ-৫০: ৩০ জুন: উরুগুয়ে-পর্তুগাল (কাজান, রাত ১২টা)

ম্যাচ-৫১: ১ জুলাই: স্পেন-রাশিয়া (লুঝনিকি, রাত ৮টা)

ম্যাচ-৫২: ১ জুলাই: ক্রোয়েশিয়া-ডেনমার্ক (নভগোরোদ, রাত ১২টা)

ম্যাচ-৫৩: ২ জুলাই: ব্রাজিল-মেক্সিকো (সামারা, রাত ৮টা)

ম্যাচ-৫৪: ২ জুলাই: বেলজিয়াম-জাপান (রোস্তভ, রাত ১২টা)

ম্যাচ-৫৫: ৩ জুলাই: সুইডেন-সুইজারল্যান্ড (পিটারসবার্গ, রাত ৮টা)

ম্যাচ-৫৬: ৩ জুলাই: ইংল্যান্ড-কলম্বিয়া (স্পার্টাক, রাত ১২টা)

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন