গতকালকে আর্জেন্টিনার একটি স্থানীয় টিভি চ্যানেলে প্রকাশিত হয় বাংলাদেশীদের আর্জেন্টিনার ফুটবল উন্মাদনা নিয়ে প্রতিবেদন। মুহুর্তেই ছড়িয়ে পড়ে এই খবর আর্জেন্টিনার আনাচেকানাচে! এমনকি মেসি, মাসচে, ম্যারাদোনা, বিশ্বকাপের মতো টপিককে হারিয়ে “বাংলাদেশ” ছিলো আর্জেন্টিনার টুইটারের শীর্ষ ট্রেন্ডিং টপিক!

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশীদের ভালোবাসা দেখে মুগ্ধ আর্জেন্টাইনরা। তারা চিন্তা করলো বাংলাদেশের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার! তৈরি করলো একটি পিটিশ্যান!
আর্জেন্টিনা ফুটবল ফেডারেইশ্যানের প্রেসিডেন্টের প্রতি পিটিশ্যানের বিষয়ঃ “বাংলাদেশের রাজধানী ঢাকাতে আর্জেন্টিনা এবং বাংলাদেশের একটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা যেখানে মেসিসহ প্রধান সব খেলোয়াড়রা খেলবে!”





No comments:
Post a Comment