আমার বাঁশখালী.কম ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
আর মাত্র কয়েক ঘণ্টা। তারপর শুরু হচ্ছে
আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার মধ্যেকার মহারণ। রাশিয়া বিশ্বকাপে শেষ ষোল
এখনও নিশ্চিত হয়নি আর্জেন্টিনার। বাংলাদেশ সময় রাত ১২ টায় শুরু হচ্ছে এ
ম্যাচ। অলিখিত এই ফাইনালে মেসি ভক্তরা ইতিমধ্যে প্রার্থনায়। কোটি কোটি
আর্জেন্টাইন সর্মথক-ভক্তরা মেসির জয়ের ব্যাপারে এখনও আশাবাদি।
বিশ্বকাপে বিভিন্ন সময় বিভিন্ন জ্যোতিষীর
জরিপে খেলার সম্ভাবনা যাচাই করে জয় পরাজয়ের ঘোষণা দিয়ে থাকে। আজকের মহা
গুরুত্বপূর্ণ ম্যাচে জ্যোতিষী অ্যাকিলিস নামের বিড়াল জানালো আর্জেন্টিনার
জন্য ভয়ঙ্কর তথ্য।
বিশ্বকাপের জ্যোতিষী অ্যাকিলিস জানিয়ে দিল
বিশ্বকাপে নাকি আজই মেসিদের শেষ দিন। আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ম্যাচে
আহমেদ মুসাদেরই এগিয়ে রাখছে রাশিয়ার বিড়াল৷ গ্রুপ ডি এর অলিখিত ফাইনাল
ম্যাচে মেসিদের বিরুদ্ধে শেষ হাসি হাসবে নাকি নাইজেরিয়া৷ বিশ্বকাপের
জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস অন্তত এমনটাই মনে করেছে৷
২০১০-র বিশ্বকাপের জ্যোতিষী অক্টোপাস পল
ঝড় তুলেছিল৷ ব্রাজিল বিশ্বকাপে সেবার একের পর এক ম্যাচে বিজয়ীদের নাম
মিলিয়ে দিয়ে মেসি-নেইমার-মুলারদের জয়প্রিয়তায় ভাগ বসিয়েছিল এই
জ্যোতিষী৷ সেই পল এখন আর নেই৷
বয়সজনিত কারণে বিশ্বকাপের পর মারা যায় সেই
অক্টোপাস৷ রাশিয়া বিশ্বকাপে পলের অভাব ঢেকে দিচ্ছে উত্তরসূরি চার পেয়ে
অ্যাকিলিস৷ আদতে অ্যাকিলিস একটি সাদা পুরুষ বিড়াল৷ এটি রাশিয়ার রাজধানী
সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজ যাদুঘরের পোষা৷ নেট সূত্র........
No comments:
Post a Comment