জাহানারের রেকর্ডের পর ব্যাট হাতে নিগার ঝড়ে বাংলাদেশের দুর্দান্ত জয় - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, June 28, 2018

জাহানারের রেকর্ডের পর ব্যাট হাতে নিগার ঝড়ে বাংলাদেশের দুর্দান্ত জয়


আয়ারল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
জাহানার রেকর্ড করার দিনে বাংলাদেশকে ১৩৫ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল আইরিশরা। কিন্তু নিগার সুলতানার ৩৮ বলে ছয়টি চারের সাহায্যে করা ৪৬ রানের সুবাদে শেষ ওভারের শেষ বলে নাটকীয় জয় তুলে নিয়েছে টাইগাররা। এছাড়া ফাহিমা খাতুন অপরাজিত ছিলেন ১৮ বলে ২৬* (তিনটি চার) রান করে।

এর আগে শুরুর দিকে ২৩ বলে চারটি চারে ২৪ রান করে ফিরে গিয়েছেন ওপেনার আয়শা রহমান শুকতারা।
আরেক ওপেনার শামিমা সুলতানা (৪) ফিরে যান ইনিংসের শুরুতেই। তিনে নামা ফারজানা হকও ফিরে গেছেন ১৩ রানে। ৬৮ রানেই তিন উইকেট পরা বাঘিনীদের পথ দেখান নিগার সুলতানাই।

দিনের শুরুতে দারুণ বোলিং করে বাংলাদেশের হয়ে ইতিহাসে প্রথমবারের মত ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়ছেন জাহানারা আলম। মাত্র ২৮ রান খরচায় আইরিশ মেয়েদের পাঁচটি উইকেট।
এদিনে আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান আসে ইসোবেল জয়েসের ব্যাট থেকে। ৪১ বল খেলে চারটি চারের সাহায্যে ৪১ রান করে জাহানারার বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। শেষদিকে জাহানারার দাপটেই স্কোরবোর্ডে অনেক বেশি রান তুলতে পারেনি আইরিশরা।
শেষপর্যন্ত আট উইকেটে ১৩৪ রানে থামে তাদের ইনিংস।

সম্প্রতি এশিয়া কাপ জয়ী বাংলাদেশ নারী দলের হয়ে বাকী দুইটি উইকেট নিয়েছেন অধিনায়ক সালমা খাতুন ও খাদিজা তুল কুবরা।
আজকের এই জয়ে তিন ম্যাচ সিরিজে ০-১ ব্যবধানে এগিয়ে গেল নারী ক্রিকেটাররা।আমার বাঁশখালী ডটকম।


প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুনwww.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন