আর্জেন্টিনার জয়ে সমালোচকদের ম্যারাডোনার ‘মিডল ফিঙ্গার’ !!! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, June 28, 2018

demo-image

আর্জেন্টিনার জয়ে সমালোচকদের ম্যারাডোনার ‘মিডল ফিঙ্গার’ !!!

maradona-middle-696x348

ম্যাচের ৮৬তম মিনিটে মার্কোস রোহো যখন গ্যাব্রিয়েল মার্কাডোর আচমকা এক ক্রসে গোল করে বসলেন উদযাপনে তখন আর কোনোরকম বাঁধ মানেননি ভিআইপি লাউঞ্জে বসে খেলা উপভোগ করতে থাকা কিংবদন্তি ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা। আনন্দের আতিশয্যে রেলিঙে দাঁড়িয়েই পিচ লক্ষ্য করে দেখিয়ে দেন মিডল ফিঙ্গার। তবে কার বা কাদের উদ্দ্যেশে তিনি এই মধ্যাঙ্গুলি দেখালেন তা অবশ্য পরিষ্কার নয়। তবে সমালোচকের দেখিয়েছেন এটা মোটামুটি নিশ্চিত
maradona-midle

তার এই মধ্যাঙ্গুলি প্রদর্শন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। ’৮৬ বিশ্বকাপের ‘হ্যান্ড অফ গড’ কেনো হঠাৎ মধ্যাঙ্গুলি হয়ে গেলো তার জন্য ঘটনাস্থলে চলমান আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের গুরুত্ব বোঝা জরুরী। বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না লা আলবিসেলেস্তেদের। এবং সেটিই তারা করে দেখিয়েছে তবে উত্তেজনার পারদ অনেক উঁচুতে চড়িয়ে দিয়ে। জয়ের জন্য ঘাম ঝড়িয়েছে পুরো নব্বই মিনিট। সাথে আবার খেয়াল রাখতে হচ্ছিল ক্রোয়েশিয়া এবং আইসল্যান্ডের মধ্যকার ম্যাচের ফলাফলের দিকেও। শেষমেষ যদিও সবকিছুই আর্জেন্টিনা শিবিরের অনুকূলে হয়েছে।

maradona-hospital
ম্যাচ চলাকালীন সময়ে ম্যারাডোনাকে প্রায় সব রকম ঢঙে দেখা যায়। কখনো তিনি হাসছেন, কখনো দুশ্চিন্তায় কপাল কুঁচকে আছেন আবার কখনো তিনি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনায় মগ্ন। তবে ম্যাচজয় শেষে তার ঐ বন্য উদযাপনই এখন লাইমলাইটে। অবশ্য মাত্রাতিরিক্ত এলকোহল সেবন এবং লো ব্লাড প্রেশারের কারণে তার সেই উদযাপন খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি। হসপিটালাইজড হতে হয়েছে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই। তবে তার দুই ঘন্টা বাদেই তাকে দেখা গিয়েছে স্থানীয় এয়ারপোর্টে হাস্যজ্জ্বল অবস্থায় ছবি তুলতে। আর্জেন্টিনা ভক্তদের দুশ্চিন্তা করার তাই সুবিশেষ কোনো কারণ নেই।আমার বাঁশখালী ডটকম।


প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুনwww.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *