আমার বাঁশখালী.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সোনারখীল গ্রামে টনের্ডোর আঘাতে ২৫ বাড়ী বিধ্বস্ত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ৫-১০ মিনিটের টনের্ডোর ছোবলে পুরো এলাকা লন্ডভন্ড হয়ে যায়। এ সময় বাড়ীঘর ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তাছাড়া গাছপালা উপচে পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ রয়েছে। অন্যদিকে পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পাহাড় ধ্বসের ঘটনাও ঘটেছে। এ সময় কেউ হতাহত না হলেও ৪ বসত বাড়ী মাটি চাপা পড়ে। একদিকে টানা ৫ দিনের প্রবল বর্ষন, অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কবলে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বাসিন্দাদের মাঝে চরম দুর্ভোগ নেমে এসেছে। প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দি অবস্থায় রয়েছে অন্তত সহস্রাধিক পরিবার। এদিকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসরত মানুষদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা না হলে পাহাড় ধ্বসে প্রাণ হানির আশংকাও করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মোল্লা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ২০ বাড়িঘর অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি জেলা প্রশাষককে অবহিত করেছি।
No comments:
Post a Comment