আমার বাঁশখালী ডটকম:
ঘড়ির কাটা টিক টিক করতে করতে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত রাশিয়া বিশ্বকাপ দ্বারপ্রান্তে চলে এসেছে। হাতে আছে আর মাত্র কয়েকদিন। সাজ সাজ রব পড়ে পুরো রাশিয়া জুড়ে। উত্তেজনার পারদে ভরপুর পুরো ফুটবল বিশ্ব। শেষ হয়েছে দলগুলোর চূড়ান্ত তালিকা দেয়ার সময়। ফিফা থেকে ৪ জুনের মধ্যে চূড়ান্ত খেলোয়াড়ের তালিকা জমা দেয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছিল। আমাদের পাঠকদের জন্য রয়েছে গ্রুপ সি’র দলগুলোর খেলোয়াড় তালিকা।
গ্রুপ ‘সি’ চূড়ান্ত খেলোয়াড় তালিকা | ||
ফ্রান্সের চূড়ান্ত স্কোয়াড | ||
কোচ : দিদিয়ের দেশম | ||
গোলরক্ষক | : | স্টিভ মানদান্দা, আলফোনসে আরিওলা, হুগো লরিস। |
ডিফেন্ডার | : | লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, বেঞ্জামিন মেন্দি, বেঞ্জামিন পাভার্ড, আদিল রামি, জিব্রিল সিদিবে, স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে। |
মিডফিল্ডার | : | এনগুলো কান্তে, ব্লেইস মাতুইদি, স্টিভেন এনজোনজি, পল পগবা, ক্লোরেনতিন তোলিসো। |
ফরোয়ার্ড | : | ওসমান ডেম্বেলে, নাবিল ফেকির, অলিভার জিরু, আন্তোনিও গ্রিজম্যান, থমাস লেমার, কিলিয়ান এমবাপে, ফ্লোরিয়ান থাওভিন। |
অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াড | ||
কোচ : বার্ট ভ্যান মারভিক | ||
গোলরক্ষক | : | ব্র্যাড জোন্স, ম্যাট রায়ান, ড্যানি ভুকোভিচ। |
ডিফেন্ডার | : | আজিজ বেহিচ, মিয়োস দেগেনেক, ম্যাথু জুরম্যান, জেমস মেরেডিথ, জশ রিসডন, ট্রেন্ট সেইন্সবুরি। |
মিডফিল্ডার | : | জ্যাকসন আরভিন, মিলে জেদিনাক, রব্বি ক্রুস, ম্যাথু লেকি, মাসসিমো লুওংগো, মার্ক মিল্লিগান, অ্যারন মুয়ি, দিমিত্রি পেত্রাতোস, টমি জুরিক। |
ফরোয়ার্ড | : | ড্যানিয়েল আরজানি, টিম কাহিল, টনি জুরিক, জেমি ম্যাকলারেন, আন্ড্রু নাব্বাউট। |
পেরুর চূড়ান্ত স্কোয়াড | ||
কোচ : রিকার্ডো গারেসা | ||
গোলরক্ষক | : | পেদ্রো গ্যালেস, কার্লোস ক্যাসেদা, হোসে কার্ভালো। |
ডিফেন্ডার | : | আলবার্তো রদ্রিগেজ, ক্রিশ্চিয়ান রামোস, মিগুয়েল আরাউজো, অ্যান্ডারসন সান্তামারিয়া, লুইস অ্যাডভিনচুলা, অ্যাদো করজো, মিগুয়েল ত্রাউকো, নিলসন লয়োলা। |
মিডফিল্ডার | : | পেদ্রো অ্যাকুইনো, উইলডার ক্যার্টাগেনা, ইয়োশিমার ইয়োতুন, রেনাতো তাপিয়া, ক্রিশ্চিয়ান কিউয়েভা, পাওলো হার্তাদো, অ্যান্ডি পোলো, এডিসন ফ্লোরেজ। |
ফরোয়ার্ড | : | জেফারসন ফারফান, আন্দ্রে ক্যারিওলা, রাউল রুইদিয়াজ, পাওলো গুয়েরেরো। |
ডেনমার্কের চূড়ান্ত স্কোয়াড | ||
কোচ : অ্যাজ ফ্রিডজফ হ্যারেইডি | ||
গোলরক্ষক | : | ফ্রেডেরিক রোনো, জোনাস লোসল, ক্যাসপার স্মেইচেল। |
ডিফেন্ডার | : | আন্দ্রেস ক্রিস্টেনসেন, হেনরিক ডালসগার্ড, সিমন কেজায়ের, জেন্স স্ট্রেইগার লারসেন, ম্যাথিয়াস জার্গেনসেন, জ্যানিক ভেস্তেরগার্ড, জোনাস নুডসেন। |
মিডফিল্ডার | : | উইলিয়াম ভিতভেদ কেভিস্ট, থমাস ডেলানি, ক্রিশ্চিয়ান এরিকসেন, লুকাস লেরাগার, মিচেল ক্রন-দেলি, ল্যাস স্কোনে, পিওনে সিস্টো। |
ফরোয়ার্ড | : | নিকোলাই জারগেনসেন, ইউসুফ ইউরারি পউলসেন, ভিক্টর ফিসচার, ক্যাসপার ডলবার্গ, আন্দ্রেস কর্নেলাস, মার্টিন সি ব্র্যাথওয়েট। |
No comments:
Post a Comment