ইতালির লেক কমো-তে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন রণভীর-দীপিকা - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, July 28, 2018

ইতালির লেক কমো-তে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন রণভীর-দীপিকা

আমার বাঁশখালী ডেস্ক:
বলিউড তারকারা আজকাল ছবির শুটিং, অবকাশ যাপন, অ্যাওয়ার্ড শো সব কিছুই করছেন বিদেশের মাটিতে। তাই বিয়েটাও বা বাদ যাবে কেন? এবার বিরাট আনুশকার পথ ধরে ইতালিতে বিয়ের পরিকল্পনা করছেন বলিউডের আরেক তারকা জুটি রণভীর সিং ও দীপিকা পাডুকোন।
ফিল্মফেয়ারের প্রতিবেদন অনুযায়ী নর্দান ইতালির লেক কমো-তে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই জুটি। আল্পসের পর্বতের নিকট এই লেকটির কাছে ইতোমধ্যেই নাকি দুটি ফ্লোর ভাড়া করেছেন রণভীর সিং। প্রতিবেদনটিতে আরো জানানো হয়েছে, চলতি বছরের নভেম্বরের ১০ তারিখই হতে পারে রণভীর-দীপিকার বিয়ে।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন