বাঁশখালীতে ট্রাফিক পুলিশ নিয়োগ থাকলেও দায়িত্ব পালন করে না!, আইন শৃঙ্খলা সভায়: ওসি - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, July 28, 2018

demo-image

বাঁশখালীতে ট্রাফিক পুলিশ নিয়োগ থাকলেও দায়িত্ব পালন করে না!, আইন শৃঙ্খলা সভায়: ওসি

Traffic-220170717135629
ফাইল ফটো
আমার বাঁশখালী ডেস্ক:
বাঁশখালী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা ২৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনাআক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য সচিব বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. সালাউদ্দিন হিরার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদচেয়ারম্যান মো.জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান সুলতানুল গণি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যানমহিউদ্দিন চৌধুরী খোকা, চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদাত আলম, চেয়ারম্যান তাজুল ইসলাম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান হারুনুর রশিদ, চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী, চেয়ারম্যানকফিল উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান আসহাব উদ্দিন, চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী, চেয়ারম্যান মো. মহসিন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়াবেগমসহ সরকারি–বেসরকারি কর্মকর্তাবৃন্দ।

আইন শৃঙ্খলা কমিটির ইউপি চেয়ারম্যানসহ সদস্যরা বলেন, পুলিশ প্রশাসন ডাকাতি বন্ধ করলেও সড়ক পথেশহরে যাতায়াত ক্ষেত্রে বাঁশখালীর পুকুরিয়া, গুনাগরী, জলদী, চাম্বল বাজার ও টাইম বাজার এলাকায় নিয়মিতযানজটের ফলে রোগীসহ যাত্রীরা ভোগান্তিতে পড়ে। এজন্য সড়কে ট্রাফিক ব্যবস্থা চালু করা প্রয়োজন। ফেসবুকআইডিতে মানহানিকর ও হয়রানিমূলক কর্মকা– জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। তারা সরকারি জায়গায়স’মিল, মাদক প্রচার বন্ধ, সড়কের উপর অবৈধ স্থাপনা, বন্য হাতির আক্রমণ, বিভিন্ন ইউনিয়নে চৌকিদারশূন্য পদ গুলো পূরণের দাবি জানান।
0123
ফাইল ফটো
কমিটির সদস্য সচিব বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন হিরা চট্টগ্রাম বাঁশখালী সড়কেযানযট নিরসন প্রসঙ্গে বলেন, ট্রাফিক পুলিশ বাঁশখালীতে নিয়োগ থাকলেও দায়িত্ব পালন করছেন না। তাঁরাআনোয়ারাতে থাকেন। আমি ৭ মাসেও ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখিনি। সড়ক পথে ট্রাফিক পুলিশদায়িত্ব পালন করলে যানবাহন চলাচল ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। বাঁশখালী আইন– শ্ঙ্খৃলা স্বাভাবিকরাখতে চেয়ারম্যানসহ সকলের সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার হতে হবে। কোনএলাকায় মাদক বিক্রি, সেবন করতে দেয়া হবে না। মাদক ব্যবসায়ীদের তালিকা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরআদেশ পেলে এই তালিকা অনুসারে শ্রীঘ্রই অভিযান শুরু হবে। সূত্র: পূর্বকোণ।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *