
আমার বাঁশখালী ডেস্ক:
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক বলেছেন, মাদকের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবেনা। মাদকের সঙ্গে পুলিশের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে চাকরিচূত করা হবে। বিভিন্ন থানার যেসব ওসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে তা তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
তিনি আজ মঙ্গলবার (১৭ জুলাই) ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সভায় ডিআইজি আরো বলেন, মাদকের ভয়াবহতা রোধ ও পুলিশের অধীনে বিভিন্ন ইউনিটে শৃঙ্খলা আনতে কাজ করবো। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো কুচক্রীমহল যাতে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে লক্ষ্যে কাজ করবো। সন্ত্রাস ও জঙ্গিবাদকে নির্মূল করতে কাজ করবো।
সভায় অতিরিক্ত ডিআইজি রোকন উদ্দিন, অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ, জেলা পু্লশি সুপার নুরেআলম মিনা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, অতিরিক্ত পু্লশি সুপার রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার একেএম এমরান ভুঁঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।”
No comments:
Post a Comment