আমার বাঁশখালী ডেস্ক:
পৃথিবী থেকে বিদায় নিলেন বলিউড অভিনেত্রী রীতা ভাদুড়ি (৬২)। মঙ্গলবার (১৭ জুলাই) সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন।
অবস্থার অবনতি হলে ১০ দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রতেও (আইসিইউ) তাকে রাখা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।
রীতার মৃত্যুর খবর জানিয়ে অভিনেতা শিশির শর্মা ফেসবুকে লেখেন, রীতা ভাদুড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ পারসি ওয়াডা রোডের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। একজন অসাধারণ মানুষকে হারালাম। এই ইন্ডাস্ট্রির অনেকের কাছেই তিনি একজন মা ছিলেন। মাকে আমরা মিস করব।
১৯৬৮ সালে রীতা সিনেমায় প্রথম অভিনয় করেন। বলিউডে প্রায় ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি টিভি সিরিয়ালে কাজ করেও পেয়েছেন খ্যাতি। তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে, ‘রাজা’, ‘হিরো নাম্বার ওয়ান’, ‘কাভি হ্যাঁ কাভি না’, ‘তেরি তালাশ মে’ ইত্যাদি।
No comments:
Post a Comment