বাঁশখালীর বিভিন্ন মাদরাসায় মাস্টার নজির আহমদ ট্রাস্টের বই বিতরণ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Sunday, July 29, 2018

বাঁশখালীর বিভিন্ন মাদরাসায় মাস্টার নজির আহমদ ট্রাস্টের বই বিতরণ


আমার বাঁশখালী ডেস্ক:
বাঁশখালীর মাস্টার নজির আহমদ ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বই বিতরণ অব্যাহত রয়েছে।
১২ বছরের ধারাবাহিকতার অংশ হিসেবে গরীব ও অসহায় শিক্ষার্থীদের বিভিন্ন পর্যায়ের বইসমূহ হস্তান্তর করা হয়েছে। মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য সচিব নিজ কার্যালয়ে গতকাল শনিবার বই হস্তান্তর করেন।
সাধনপুর আল ফারুখ মাদরাসাপুকুরিয়া মোখলেসিয়া মাদরাসাসাধনপুর আল হামিদ মহিলা মাদরাসাচাম্বল দারুল উলুম মাদরাসাবাহারছড়া সুলতানিয়া এমদাদুল উলুম মাদরাসানাসিরাবাদ মিসবাহুল উলুম মাদরাসাসমূহে বই হস্তান্তর করা হয়েছে।
বই স্থানান্তরকালে মুজিবুর রহমান সিআইপি বলেননৈতিক শিক্ষায় শিক্ষিত তরুণরাই পারে পিছিয়ে পড়া জনপদকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে। তিনি আরো জানানকোন শিক্ষার্থীই যেন অর্থাভাবে স্কুল মাদরাসা থেকে অকালে ঝরে না পড়ে মাস্টার নজির আহমদ ট্রাস্ট সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বই হস্তান্তরকালে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলীমাওলানা হারুনমাওলানা ফোজাইলমাওলানা শওকত আলী,মাওলানা মোজোনাইদমাওলানা ইউনুসমাওলানা ওসমান এবং মাওলানা মাহমুদুর রশিদ প্রমুখ। সূত্র: দৈনিক আজাদী।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন