![]() |
আমার বাঁশখালী ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঁশখালী উপজেলার সাবেক যুগ্ন সম্পাদক ও বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল কাদের চৌধুরীর মায়ের জানাযা আজ সোমবার (২৩ জুলাই) দুপুর ২টা ৩০মিনিটে এম. আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মাওলানা ইউসুফের ইমামতিতে অনু্ষ্ঠিত হয়েছে। জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ফজলুল কাদের চৌধুরীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- সাবেক সিটি মেয়র ও এমপি আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলমগীর কবির চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রিজের পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, বৈলছড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম বিন খলিল, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, বাঁশখালী মা-শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট আবু নাছের, বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, পৌরসভা বিএনপির সভাপতি রাসেল ইকবাল মিয়া, সেক্রেটারি আতিকুর রহমান ফারুকী, বাঁশখালী উপজেলা শ্রমিক লীগের সভাপতি রাশেদ আলী, তাঁতী লীগের সভাপতি মেম্বার জামাল উদ্দীন, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল আলিম, সেক্রেটারি মিজানুর রহমান সিকদার, স্থানীয় ইউপি সদস্য দিদারুল হক প্রমুখ।
এছাড়াও শোক প্রকাশ করেছেন- বাঁশখালী উপজেলা বিএনপি, বৈলছড়ী ইউনিয়ন বিএনপি, বৈলছড়ী ইউনিয়ন যুবদল, বৈলছড়ী ইউনিয়ন ছাত্রদল, হুজিত্তাপাড়া আইডিয়াল সোসাইটি।
উল্লেখ্য- আজ ভোর চারটার সময় চেচুরিয়া হুজুরপাড়াস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন ফজলুল কাদের চৌধুরীর মমতাময়ী মা ছুনিয়ারা বেগম।
No comments:
Post a Comment