কালীপুরের পঞ্চম শ্রেণী’র ছাত্রী আঁখি নিখোঁজ, সন্ধান দিন - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Monday, July 23, 2018

কালীপুরের পঞ্চম শ্রেণী’র ছাত্রী আঁখি নিখোঁজ, সন্ধান দিন


আমার বাঁশখালী.কম ডেস্ক:

বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নস্থ কালীপুর নাসেরা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মর্জিনা আক্তার আঁখি গতকাল রোববার হতে নিখোঁজ রয়েছে। তার বয়স অনুমানিক ১২।
গতকাল সে স্কুল শেষ করে বাড়িতে ফিরেনি। আত্মীয় স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও মেয়ের সন্ধান না পাওয়ায় তার মা-বাবা এখন পাগলপ্রায়।
কোন সহৃদয়বান ব্যক্তি মেয়েটির খোঁজ পেলে নিম্ন ঠিকানায় জানানোর অনুরোধ করেছে তার পরিবার।

নাম: মর্জিনা আক্তার আখি
পিতা: ফয়েজ আহমদ
মতা: রোকেয়া বেগম
ঠিকানা: বাগোয়ান পাড়া,
কালিপুর, বাঁশখালী, চট্টগ্রাম।
যোগাযোগ: ০১৮৫৭৮১৭৩১৬, ০১৮৪৬৫৫১৪৫২
অথবা সাক্ষাৎ: ফয়েজ আহমদ সওদাগরের (আব্বু) চালের দোকান, সদর আমিন হাট, কালিপুর, বাঁশখালী।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন