দেশে চারিদিকে বর্তমান অস্বস্তিকর অবস্থা চলছে:ফখরুল - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, July 26, 2018

দেশে চারিদিকে বর্তমান অস্বস্তিকর অবস্থা চলছে:ফখরুল


কারেন্টনিউজ ডটকম ডটবিডি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লে‌ছেন, “দেশে চারিদিকে বর্তমান অস্বস্তিকর অবস্থা চলছে।”
বৃহস্প‌তিবার (২৬ জুলাই) দুপু‌রে রাজধানীর ডি‌প্লোমা ই‌ঞ্জি‌নিয়ার্স ইন্স‌টি‌টিউশন হলরু‌মে জিয়া শিশু একা‌ডেমী নামক এক‌টি সংগঠন আ‌য়োজিত অনুষ্ঠা‌নে সংগীত, নৃত্য, আবৃ‌ত্তি অ‌ভিন‌য়ে জাতীয় শিশু শিল্পী প্র‌তি‌যো‌গিতা ‘শাপলাকু‌ড়ি’ পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নের উদ্বোধনকা‌লে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।
তিনি বলেন, “আমা‌দের চার‌দি‌কে কেন জা‌নি একটা অস্ব‌স্তিকর, অন্ধকার প‌রি‌বেশ। আমরা য‌দি গোটা বিশ্ব, পৃ‌থিবীর দি‌কে থাকাই তাহ‌লে যুদ্ধ, বিগ্রহ, হত্যা, অন্যায় চল‌ছে। এবং দে‌শে খব‌রের কাগজের পাতা যখন উল্টাই তখন দে‌খি এখা‌নে আমা‌দের শিশু‌দের ওপর নির্যাতন চল‌ছে, আমা‌দের মা‌য়েরা নির্যাত‌নের শিকার হ‌চ্ছেন, আমা‌দের ভাই‌য়েরা নির্যাত‌ন নিপীড়‌নের মু‌খে পড়‌ছে। তখন স‌ত্যিকার অ‌র্থেই আমরা ব্য‌থিত হই, বিপর্যস্ত হই।”
ফখরুল বলেন, ” কখনও কখনও ম‌নে হয় আস‌লে কি চার‌দি‌কে অন্ধকার। আ‌লো কি নেই? অবশ্যই আ‌লো আ‌ছে। আর এই আ‌লো সন্ধা‌নেই আমরা এবং শিশুরা যা‌বো।”
ফখরুল আরও ব‌লেন, “জিয়া শিশু একা‌ডেমী আজ‌কে আমা‌কে এক‌টি ভিন্ন জগ‌তে নি‌য়ে এ‌সে‌ছে। য‌দিও এই জগত‌টি আমার শৈশব, কৈ‌শোর ও যৌব‌নের। আ‌মি এই জগ‌তেরই একজন মানুষ ছিলাম। আমার সাম‌নে এখন ব‌সে আ‌ছেন বি‌শিষ্ট চল‌চিত্রকার ছটকু আহ‌মেদ। সৌভাগ্য হ‌য়ে‌ছিল, আমার তার (ছটকু) স‌ঙ্গে নাঢ্য জগ‌তে ঠাকুরগাও এ যেখা‌নে আমার জন্ম সেখা‌নে অ‌নেকগু‌লো নাট‌কে এক স‌ঙ্গে কাজ করে‌ছি।‌ সেই জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। তাই আজ এখা‌নে এ‌সে ম‌নে হ‌য়ে‌ছে আ‌মি সেই ভিন্ন জগত থে‌কে উপ‌স্থিত হ‌য়ে‌ছি।”
তিনি বলেন, “আজ‌কে এখা‌নে শিশুরা যে পারফর্ম‌মেস রে‌খে‌ছে তা দে‌খে আ‌মি অ‌ভিভূত হ‌য়ে‌ছি। জিয়া শিশু একা‌ডেমী ‘শাপলাকু‌ড়ি’ দীর্ঘকাল ধ‌রে কাজ কর‌ছে। উদীয়মান শিশু‌দের খো‌জে বের ক‌রে নি‌য়ে এ‌সে সাংস্কৃ‌তিক অঙ্গ‌ণে যা‌তে ভা‌লো কর‌তে পা‌রে সেই চেষ্টা কর‌ছে।”
তি‌নি আরোও ব‌লেন, “আমা‌দের দেশ বাংলা‌দেশ। আমরা যুদ্ধ ক‌রে বাংলা‌দেশ স্বাধীন ক‌রে‌ছি। মু‌ক্তি‌যোদ্ধারা দেশ স্বাধীন কর‌তে রক্ত দি‌য়ে‌ছেন। যে দেশটা‌কে আমা‌দের সুন্দর ক‌রে গ‌ড়ে তোলার কথা, কিন্তু কি হ‌চ্ছে ? তারপরও শিশু‌দের জন্য বাস‌যোগ্য কর‌তে আমা‌দেরও দা‌য়িত্ব তেম‌নি শিশু‌দেরও ‌তৈ‌রির হওয়ার দা‌য়িত্ব নি‌তে হ‌চ্ছে।
শিশু‌দের উ‌দ্দেশ্য ক‌রে বিএন‌পির মহাস‌চিব ব‌লেন, তোমরা উ‌ড়ে যাও, পাখা বন্ধ করও না।এক‌দিন না এক‌দিন তোমরা তী‌রে পৌছা‌বেই। নি‌শ্চিয়ই আমরা হা‌স্যউজ্জল শিশু‌দের দেখ‌তে পা‌বো।একটা ভা‌লো বাংলা‌দেশ দেখ‌তে পা‌বো।
সংগঠনের পরিচালক এম হুমায়ুন কবিরের সভাপ‌তি‌ত্বে বক্তব্য দেন, কণ্ঠশিল্পী খুরশীদ আলম, জিনাত ফারহানা, চলচ্চিত্রকার ছটকু আহমেদ, সোহানুর রহমান সোহান, অ‌ভি‌নেত্রী চাঁদনী, ইভান শাহরিয়ার শোভা প্রমুখ।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন