আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার এ প্রতিবাধ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতেও বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কতৃক আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোমেনা বেগমের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলাভাইস্ চেয়ারম্যান সাফিয়া বেগম, সহকারী কমিশনার ভূমি আরিফুল হক মৃদুল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা কামরুল আজাদ, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার তৌহিদুল আনোয়ার প্রমুখ।
মাঠ পর্যায়ে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ট ৭জন মাঠ কর্মীকে ক্রেষ্ট প্রদান করা হয়। তারা হলেন, পরিবার কল্যাণ সহকারী হামিদা বেগম(কাথারিয়া), পরিবার কল্যাণ পরিদর্শিকা টুম্পা পাল (বাহারচড়া), শ্রেষ্ট ইউনিয়ন নির্বাচিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (বাহারচড়া), শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ (বাহারচড়া), শ্রেষ্ট বেসরকারী স্বেচ্ছা সেবি সংগঠন সুর্যের হাসি ক্লিনিক,অঞ্জলি ভট্টাচার্য্য (পুকুরিয়), এস,এম মেজবাহ উদ্দিন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (খানখানাবাদ)।
সভায় বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠনে তৃন মূলে মাঠ কর্মীদের কাজের মাধ্যমে দেশের জনসংখ্যা আয়ত্বে আনা সম্ভব।
No comments:
Post a Comment