আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
ঘটনার পর সুরুজ ফোন রেখে দিয়ে হোয়াসঅ্যাপে ভিডিও কল দেন প্রেমিকাকে।
পশ্চিমবঙ্গের কলকাতায় কথাকাটাকাটির জেরে প্রেমিকাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে রেখে এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ।
১১ জুলাই, বুধবার রাতে কলকাতার সোনারপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। 
ওই যুবকের নাম সুরুজ রায়। তিনি সোনারপুরের পদ্মপুকুর কলেজের দ্বাদশ 
শ্রেণির ছাত্র। তার প্রেমিকা একই এলাকার কামরাবাদ হাইস্কুলের অষ্টম শ্রেণির
 ছাত্রী।
ওই কিশোরীর দাবি, কয়েক মাস আগে প্রেমের সম্পর্কে জড়ায় তারা। বুধবার রাতে
 ফোনে কথা হয় তাদের। এর একপর্যায়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর সুরুজ
 ফোন রেখে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন প্রেমিকাকে।   
স্কুলছাত্রী আরও জানায়, সে দেখতে পায়, সিলিং ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে 
ফাঁস তৈরি করে দাঁড়িয়ে আছে সুরুজ। এ দৃশ্য দেখে ফোনে অনেক অনুনয় করলেও তার 
কথা শোনেনি সে। পরে বাধ্য হয়ে ঘটনাটি সে (কিশোরী) তার বন্ধুদের জানায়। 
বন্ধুরা পুলিশকে নিয়ে সুরুজের বাড়িয়ে যায়।
পুলিশের ভাষ্য, সুরুজের বন্ধুদের ফোন পেয়ে তারা ছেলেটির বাড়িতে গিয়ে দরজা বন্ধ পায়। পরে দরজা ভেঙে সুরুজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
সুরুজের মায়ের অভিযোগ, ওই কিশোরীর প্ররোচনাতেই আত্মহত্যা করেছে তার ছেলে। কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশ অভিযোগের সত্যতা পায়নি। নেট সূত্র...............





No comments:
Post a Comment