মতিঝর্ণায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Friday, July 20, 2018

মতিঝর্ণায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত


.
আমার বাঁশখালী ডেস্ক:
আজ শুক্রবার ভোর রাতে এ বন্দুক যুদ্ধের ঘটনায় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছে।চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার মতিঝর্ণা এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে র‌্যাবের বন্দুক যুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
তবে তাৎক্ষনিকভাবে নিহত ২ দুই মাদক ব্যবসায়ী ও আহত দুই র‌্যাব সদস্যের নাম পাওয়া যায়নি।
অভিযানকালে র‌্যাব ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস সহ ৮৫ কেজি গাঁজা ও একটি আগ্নয়াস্ত্র ৫ রাউন্ড গুলি খোসা উদ্ধার করেছে।
ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান টেলিফোনে পাঠক ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন খবরের ভিক্তিতে র‌্যাব জানতে পারে একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে। সে সুত্রে রাত দেড়টার দিকে নগরীর টাইগার পাস এলাকায় সন্দেহজনক একটি মাইক্রোস বাসকে চ্যালেঞ্জ করলে মাইক্রোটি র‌্যাবের টহল দলের ধাওয়া খেয়ে টাইগার পাসের বাটালী হিলের পাহাড়ী পথে পিডব্লিও কলোনীতে ঢুকে লালখান বাজার মতিঝর্ণা চলে যায়।
এসময় র‌্যাব মাইক্রোবাসটি ঘিরে ফেলে এতে মাইক্রোসবাস থেকে নেমে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পিছু হঠে।  পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গুলিবিদ্ধ ২ জন পড়ে আছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে র‌্যাব ৮৫ কেজি গাঁজা ও একটি অস্ত্র, ৫ রাউজ কার্তৃজ উদ্ধার করেছে।  এ ঘটনায় দুই র‌্যাব সদস্য সামান্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মিমতানুর। তবে নিহতদের কারো নাম পরিচয় জানাতে পারেন নি এ কর্মকর্তা।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন