খেলা শেষ হওয়ার আগে মাঠেই কান্না শুরু করেন গিমিনেজ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Friday, July 6, 2018

demo-image

খেলা শেষ হওয়ার আগে মাঠেই কান্না শুরু করেন গিমিনেজ

.com/blogger_img_proxy/
স্পোর্টস ডেস্ক: চলছে ফুটবল বিশ্বকাপ ২০১৮। এই বিশ্বকাপে এক দল যেমন হাসে ঠিক তেমনিভাবেই আরেকদলকে কাঁদতে হয়। সেটাই দেখা গেল আজ উরুগুয়ে এবইং ফ্রান্সের ম্যাচে। ফ্রান্স তখন ম্যাচের ২-০ গোলে এগিয়ে।

ফ্রান্সের হয়ে দুইটি গোল করেন ভরানি এবং গ্রীজম্যান। ম্যাচের ৮৯ মিনিটেই ২-০ গোলে এগিয়ে থেকে একটি ফ্রি কিকের সু্যোগ পায় ফ্রান্স। সেই সময় ফুপিয়ে ফুপিয়ে কাদতে দেখা যায় উরুগুয়ের গিমিনেজকে।
গিমিনেজ আগের থেকেই জানতেন তাদের বিশ্বকাপ-২০১৮টা অনেকটাই শেষের দিকে। কেননা এই ৫-৬ মিনিটে তার দলের গোল করার সম্ভাবনা নেই। ্টহিক সেটাই হলো। ফ্রান্সের সাথে হেরে এইবারেই শেষ হয়ে গিমিনেজদের বিশ্বকাপ।আমার বাঁশখালী.কম। সূত্র: এমটিনিউহ২৪।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *