![]() |
হারারেতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচে সুলেমান মিরের অর্ধশতকে অস্ট্রেলিয়াকে ১৫২ রানের টার্গেট দিল স্বাগতিক জিম্বাবুয়ে।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই ওপেনার ঝুওয়েওকে হারালেও আরেক ওপেনার সুলেমান মিরের ব্যাটে ভালোই আগাতে থাকে জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে পিটার মুরেকে নিয়ে ৬৮ রানের জুটি গড়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ার সম্ভাবনা এনে দেয় জিম্বাবুয়েকে।

এরই মধ্যে মুর তুলে নেন দুর্দান্ত এক অর্ধশতক ৫২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬৩ রান করে ফিরে যান তিনি। এছাড়া পিটার মুর করেন ৩০ রান। শেষ দিকে ম্যালকম ওয়ালারের ৬ বলের ১৩ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান করে জিম্বাবুয়ে।
অস্ট্রেলিয়ার টাই ৩টি ও স্ট্যানলেক ও রিচার্ডসন ২টি করে উইকেট নেন। আমার বাঁশখালী ডেস্ক রিপোর্ট।
No comments:
Post a Comment