![]() |
চলতি বছর অনুষ্ঠিত হচ্ছে না শ্রীলংকা প্রিমিয়ার লিগ (এসএলপিএল)। এ বছর মাঠে গড়াবে না শ্রীলঙ্কার ঘরোয়া টি-২০ ক্রিকেট লিগ শ্রীলঙ্কান ক্রিকেট লিগ বা এসএলপিএল এমনই বার্তা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আদালতের নির্দেশে শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেট বা এসএলসির নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় বোর্ডের গঠনও অনেকটাই এলোমেলো, নেই পূর্ণাঙ্গ রূপও। সব মিলিয়ে পরিস্থিতি নয় এসএলপিএল আয়োজনের পক্ষে। তাই ২০১৮ সালের আসরটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসে টুর্নামেন্টটির মাঠে গড়ানোর কথা ছিল। এসএলপিএলের পরিচালক এবং সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রাসেল আরনোল্ড সম্প্রতি এক টুইট বার্তায় এসএলপিএলের স্থগিত হওয়ার ব্যাপারে জানান। টুইট বার্তায় তিনি লিখেন, ‘সমর্থকরা! আগস্ট-সেপ্টেম্বরে লঙ্কান (শ্রীলঙ্কান) প্রিমিয়ার লিগের যে আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে।’ এদিকে গত ৩ জুলাই বিবিসির সাথে আলাপকালে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ফাইসজার মুস্তাফাও নির্ধারিত সময়ে এসএলপিএল মাঠে না গড়ানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। তার ভাষ্য, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের পরিকল্পনা অনুযায়ী, আইপিএলের আদলে আয়োজিত টি-২০ টুর্নামেন্ট লঙ্কান (শ্রীলঙ্কান) প্রিমিয়ার লিগ সূচি অনুযায়ী এই বছরের আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হচ্ছে না।’ বিগত কয়েক মাস ধরে নানাবিধ সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গন। মাঠের পারফরম্যান্সও সন্তোষজনক নয়। সব মিলিয়ে শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা আছেন বেশ দুশ্চিন্তায়।
ভিডিও:
No comments:
Post a Comment