নেইমার আর তার ব্রাজিলই এবারের বিশ্বকাপের সেরা : লুকাকু - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Friday, July 6, 2018

demo-image

নেইমার আর তার ব্রাজিলই এবারের বিশ্বকাপের সেরা : লুকাকু

1530808882_406773_1530808957_noticia_normal-696x392

বিশ্বকাপে এ পর্যন্ত নিজে চার গোল করেছেন। দুর্দান্ত পারফর্ম করছেন রোমেলু লুকাকুর সতীর্থরাও। খালি চোখে তাকালেও দেখা যায়, একটা রোমাঞ্চকর আক্রমণভাগই রয়েছে বেলজিয়ামের। তারপরও ইউরোপের ‘কালো ঘোড়া’ দল বিশ্বকাপে কতদূর যেতে পারে তার ইঙ্গিত হয়তো সোমবার রাতেই পাওয়া যাবে। কারণ এদিন বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিলের পরীক্ষা দিতে হবে তাদের।
নিজের এবং দলের পারফরম্যান্স যাই হোক, কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে প্রতিপক্ষ ব্রাজিল আর নেইমারকেই সেরা বলছেন লুকাকু। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বেলজিয়ান ফরোয়ার্ড বলেছেন,
‘গত দুই বছর ধরে আমরা যে পদ্ধতি ব্যবহার করছি তাতে আমরা ব্যক্তিগতভাবেও উন্নতি করেছি। আগামীকাল (সোমবার) আমাদের সেই উন্নতির পরীক্ষা হবে। কারণ আমরা টুর্নামেন্টের সেরা টিমের বিরুদ্ধে খেলতে যাচ্ছি।’
নেইমারের ‘প্লে অ্যাক্টিং’ নিয়ে লুকাকুর দৃষ্টি আকর্ষণ করা হলে তার জবাব,
‘না, আমার কাছে সে অ্যাক্টর না। তার বিরুদ্ধে খেলাটাই আসলে কঠিন। আমি মনে করি, ভবিষ্যতে তিনিই বিশ্বের সেরা খেলোয়াড়। এই দ্বিতীয়বার আমি তার বিরুদ্ধে খেলতে যাচ্ছি।’
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে বেলজিয়ামকে। কারণ চলতি বিশ্বকাপে ব্রাজিলের মতোই ধারাবাহিক ফল করেছে তারা। তবে লুকাকু মনের করেন ধারাবাহিকতা থাকলেও ব্রাজিলের বিরুদ্ধে সহজে খেলতে পারবেন না তারা, ‘আমি মনে করি, আমরা সবসময়ই চাপ নিয়ে খেলি। তাতে যদি আমরা আন্ডারডগ হিসেবেও মাঠে নামি। তবে দেশের জন্য আমরা নিজেদের সম্ভব্য সবটুকু দেয়ার চেষ্টা করি।’
এই ব্রাজিলের কোনও দুর্বলতা খুঁজে পাচ্ছেন না লুকাকু, ‘ব্রাজিলের দুর্বলা? আসলে নাই। তবে এটাও বলি, আমরাও বেশ শক্তিশালী। আমাদের অন্তত চারজন খেলোয়াড় আছেন যারা ব্যবধান গড়ে দিতে পারেন।’
লুকাকুর মতো তার কোচ রবের্তো মার্টিনেজও বলেছেন, ব্রাজিল কঠিন প্রতিপক্ষ, তবে তাদের মোকাবেলার জন্য তার দল প্রস্তুত। আমার বাঁশখালী.কম। সূত্র: sportszone24।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *