আসছে ফায়ার সার্ভিসের ‘ইমার্জেন্সি রেসপন্স সেবা’ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, August 28, 2018

demo-image

আসছে ফায়ার সার্ভিসের ‘ইমার্জেন্সি রেসপন্স সেবা’

bangladesh-fire-service-20180828165853

আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
দুর্যোগে দ্রুত পাশে দাঁড়াতে ‘ইমার্জেন্সি রেসপন্স সেবা’ চালু করছে ফায়ার সার্ভিস। এ লক্ষ্যে একটি প্রকল্প তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, যে কোনো দুর্যোগে সংস্থাটি সবার আগে সাড়া দিয়ে থাকে। কিন্তু কিছু দুর্যোগে দ্রুত সাড়া দিতে ইমার্জেন্সি রেসপন্স কন্ট্রোল সেন্টার প্রয়োজন। যাতে দুর্ঘটনার অবস্থান, তারিখ, প্রকৃত সময় শনাক্ত করা যায়। এ জন্য সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ‘ইমার্জেন্টি রেসপন্স কন্ট্রোল সেন্টার’ প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
আসন্ন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন হতে পারে। ২০২০ সাল নাগাদ এটি বাস্তবায়নের টার্গেট ধরা হয়েছে।
জানা গেছে, স্ট্রেন্দেনিং অ্যাবিলিটি অব ফায়ার ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে ৬১ কোটি ৫৯ লাখ টাকা দেবে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোয়েকা)। বাকি টাকা সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে।
ফলে যে কোনো দুর্যোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছার চেষ্টা করবে সংস্থাটি। এতে জীবনের সঙ্গে সম্পদেরও ক্ষয়-ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। নেট সূত্র....

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *