বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধু মারাগেছে! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Sunday, August 26, 2018

বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধু মারাগেছে!

ছবি: প্রতীকী।
আমার বাঁশখালী.কম, প্রতিবেদক, আমিনুল ইসলাম:
বাঁশখালীর পূর্ব বৈলগাঁও ১নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে ১ গৃহবধু মারাগেছে। রবিবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত গৃহবধু রোখসানা বেগম (২২) ওই এলাকার আবদুল মোনাফ ও জাহানারা বেগমের কন্যা এবং মোহাম্মদ সোহেলের স্ত্রী বলে জানা গেছে।।”।
জানা যায়, বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দমদমা দীঘির পুকুর পাড় এলাকায় গৃহবধু রোখসানা বেগম নিজ বাড়ীর কাজ করার সময় বিদ্যুৎ তারে জড়িয়ে পড়লে তাকে উদ্ধার করতে গিয়ে তার পিতা আব্দুল মোনাফ (৫২) ও তার মা জাহানারা বেগম (৪০) গুরুত্বর আহত হয়। ।”।
এ সময় রোখসানা বেগমকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় সে।।”।
সাধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা বলেন, সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও গ্রামে বিদ্যুৎ তার জড়িয়ে গৃহবধুর মৃত্যু হয়েছে।”।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন