গন্ডামারা ইউপির সাবেক চেয়ারম্যন জাফরের নামাজে যায়নাজা শেষে দাফন সম্পন্ন - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Sunday, August 26, 2018

demo-image

গন্ডামারা ইউপির সাবেক চেয়ারম্যন জাফরের নামাজে যায়নাজা শেষে দাফন সম্পন্ন

40137754_2194025930844048_3022529624778211328_n


আমার বাঁশখালী.কম, প্রতিবেদক, আমিনুল ইসলাম:
রবিবার বিকাল সাড়ে ৫ টার সময় পশ্চিম বড়ঘোনা বায়তুশ শরফ জামে মসজিদ মাঠে মরহুমের  নামাজে যায়নাজা মানুষের ঢল।
নামাজে যায়নাজা উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলাভী নুর হোসাইন সহ বিভিন্ন রাজনীতিক নেতা-কর্মীসহ বহু পেশার মানুষ।
40137754_2194025930844048_3022529624778211328_n

বাঁশখালী উপজেলার ৯নং গন্ড়ামারা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যন ও সাবেক তিন তিন বার নির্বাচিত ইউপি সদস্য, বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা এম এ মালেক আহমেদ (মানিক) পিতা জাফর মেম্বার সকাল ৭.৩০ মিনিটের সময় চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিওন)।।”।
মরহুম জাফর অাহামদ মেম্বার বেশ কয়েকবার স্ট্রোক করার পর থেকে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।।”।

রবিবার বিকাল সাড়ে ৫ টার সময় পশ্চিম বড়ঘোনা বায়তুশ শরফ জামে মসজিদ মাঠে মরহুমের  নামাজে যায়নাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *