পুইছড়ি জ্ঞানচর্চা পাঠাগার এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, August 25, 2018

demo-image

পুইছড়ি জ্ঞানচর্চা পাঠাগার এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

39982285_279512766214642_3345034939463630848_n

আমার বাঁশখালী.কম:

জ্ঞানের জন্য আসুন,জ্ঞানের জন্য পড়ুন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন শীর্ষক শ্লোগানকে সামনে রেখে পুইছড়ি জ্ঞানচর্চা পাঠাগার ৪ঠা সেপ্টেম্বর ২০১৭ ইংরেজি উদ্ধোধনের পর ১বৎসর পূর্ণ হল।।”।
পুইছড়ি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে স্থানীয় ছালেমা চৌধুরানী বাজারস্থ পাঠাগার চত্বরে ১ম বর্ষপূর্তি উদযাপন,প্রবীণ শিক্ষক সম্মাননা স্মারক,সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।।”।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,প্রবীণ শিক্ষক মাস্টার আবুল খাইর।অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন-ওমর ফারুক ছোহাইল।অনুষ্ঠান সঞ্চলনা করেন শাহাদাত ইসলাম।।”।
39998674_472751469908108_1390773812752023552_n

উদ্ভোধনী বক্তব্য রাখেন শাহাদাত হোসাইন।পাঠাগারের রিপোর্ট ও পাঠাগার উন্নয়নের জন্য বক্তব্য দেন:শামিম উল্লাহ আদিল,হেলাল উদ্দিন আবির।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুইছড়ি কৃতি সন্তান,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক, জনাব ড.মোরশেদুর রহমান।প্রধান মেহমান হিসেবে, বাঁশখালী থানার অফিসার ইনসার্স জনাব,সালাহউদ্দিন হিরাপ্রধান আলোচক হিসেবে,অরবিট স্কুল এন্ড কলেজের পরিচালক, জনাব লায়ন আমিরুল হক(ইমরুল কায়েস)।কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য,জনাব জাকের হোসেন চৌধুরী বাচ্চু।।”।
40025921_2147463285497496_1021933381560041472_n

অথিতি হিসেবে বক্তব্য রাখেন-আরিফুর রহমান সুজন,কফিল উদ্দিন চৌধুরী,সোলতানুল আনিম চৌধুরী, খোরশেদ আলম,ফোরকান এলাহী,এমরানুল হক,ফৌজুল কবির চৌধুরী,শহীদুল্লাহ,সুমন আকবর প্রমুখ বক্তব্য রাখেন।সংবর্ধিত অতিথি হিসেবে শিক্ষক সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন-তারা হলেন- জাফরুল আলম (জহির),মাওলানা আশরাফুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সিকদার,মাওলানা সিরাজুল হক,মো: শামসুল হক।অজিত কান্তি দে,শায়লা পারভিন, সরওয়ার উদ্দিন চৌধুরী,ডা:মোস্তাফিজুর রহমান আশেক প্রমুখ।।”।
উক্ত আলোচনা সভায় বক্তারা পাঠাগারের উত্তরোত্তর সফলতা কামনা করেন ও সবসময় পাঠাগারের সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।সূত্র: একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *