![]() |
আমার বাঁশখালী.কম, নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী উপজেলার পশ্চিম গুনাগরীর ফিটনি সেবনকারীর আক্কাসের ছুরিকাঘাতে মোঃ আবুহান (২২)
নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন হয়েছে।
মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ১০টায় পেয়ারা বাগান থেকে পেয়ার খাওয়াকে
কেন্দ্র করে এ দুর্ঘটনা ঘটে। ফিটনি সেবনকারীর আক্কাস!
এ নিয়ে এলাকা জুড়ে চরম উত্তেজনা দেখা দেয়।
![]() |
প্রতীকী ছবি। |
বিভিন্ন ঘুমের ঔষুধ খেয়ে নেশা করছে কিছু সংখ্যা যুব বাঁশখালীর গুনাগরীর কিছু লোক। এ সমস্ত এলাকার কোমলমতি শিশুকিশোরদের কাছে ডাক্তারে ব্যবস্থাপত্র ছাড়াই বিক্রি হচ্ছে ঘুমের ট্যাবলেট ও কাশি সিরাপ।
স্থায়ীভাবে এটি মিকচার বা ফিটনি নামে পরিচিত। নাম প্রকাশ না করার শর্তে অনিচ্ছুক এক ব্যক্তি ফিটনি সেবনকারীর কাছ থেকে জানা যায়,
এলাকায় কিছু কিশোররা ফ্যানারড্রিল, অফকফ, তুসকা, ডেক্সপোটেন, এক্সপোটেনসহ আরো অনেক কাশির সিরাপের মধ্যে ইজিয়াম, ডিজিপন-২, ওরাডেক্সন, ইজিতেন গুঁড়ো করে সিরাপের মধ্যে ঝাকিয়ে সেবন করে। এটি সেবনের কিছুক্ষণ পরে নেশায় চোখ লাল হয়ে যায়। তাদের কথাবার্তায় এলোমেলো হয়ে যায়। অসঙ্গতি ভাষায় বিড়বিড় করে।
বিভিন্ন এলাকায় কিছু যুবক ব্যবস্থাপত্র ছাড়াই এসব ঔষুধ কিনে এনে শিশুকিশোরদের কাছে সরবরাহ করে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বৃদ্ধি পেলে এসব কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে।
এদিকে ফার্মেসী মালিকদের সাথে আলাপ আলোচনায় ব্যবস্থাপত্র ছাড়া ঔষুধ বিক্রি বন্ধ করা উচিত বলে অধিকাংশ চিকিৎসকদের অভিমত ব্যক্ত করেছেন।
এ বিষয়ে সংশি¬ষ্ট চিকিৎসকগণ আরো বলেন, এসব ঔষুধ দীর্ঘদিন সেবনের ফলে লিভার ও কিডনী নষ্ট হয়ে যেতে পারে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকার সচেতন মহল।
![]() | |
|
এই সিরাপে আছে – সিউডোফিড্রিন ,ডেক্সট্ররমিথোফরমিন এবং ট্রাইমিথোপ্রলিপ্রিন। এটা খাবার পর রক্ত চাপ বেড়ে যায়, ঝিমুনি আসে ,ইউফোরিয়া স্রিস্টি হয় এবং শেষে ঘুমিয়ে পরে আসক্ত ব্যাক্তি। ফেন্সিডিল মুলত একটি কফ সিরাপ।
এটি তৈরী হয় কোডিন ফসফেট, ইফিড্রিন হাইড্রোক্লোরাইড, প্রমিথিজিন হাইড্রোক্লোরাইড এই তিনটি উপাদানে সমন্নয়ে।
কোডিন ফসফেট হচ্ছে মরফিন এর একটি ডেরিভেটিভ এতে প্রায় ৫% মরফিন থাকে। এটি গ্রহন করার আধাঘন্টার মধ্যে শরীরে মরফিন তৈরী হয়।
আর মরফিন এর কাজ হলো আমাদের স্নায়ু ও মাংশপেশীকে শীথিল করে দেয়া।
ইফিড্রিন হাইড্রোক্লোরাইড এর কাজ হলো শ্বাসনালীর শ্লেষাকে শুকিয়ে দেয়া। প্রমিথিজিন হাইড্রোক্লোরাইড সিডেটিভ হিসাবে কাজ করে।
ইফিড্রিন হাইড্রোক্লোরাইড শ্বাসনালীর শ্লেষাকে শুকিয়ে দেয়, প্রমিথিজিন হাইড্রোক্লোরাইড অনেকটা ঘুম ঘুম ভাব নিয়ে আসে।
শ্বাসনালী সম্পূর্ণ শুস্ক হয়ে আসে এবং মুখ শুকিয়ে আসে, শরীরের তাপমাত্রে বাড়তে থাকে প্রকৃতিক নিয়মে শরীর ঠান্ডা করতে গিয়ে প্রচুর ঘাম বের হতে থাকে। অবচেতন মন ভালো মন্দ সব ভবনার শৃঙ্খলকে করে অবমুক্ত।নেশাকারী ঘুড়ে বেড়ায় এক সাময়িক মানসিক আনন্দের রাজ্যে, যার উপসংহার শুধুই ধংশ ।
ছুরিকাঘাতে আবুহান আহতের খবর পেয়ে স্থানী লোকজন এগিয়ে এসে
তাকে উদ্ধার করে গুনাগরীতে একটি প্রাইভেট হাসপাতালে প্রথমিক চিকিৎসার পর চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জরুরী বিভাগে
সে মারা যায়। নিহত হওয়ার সংবাদ পেয়ে গুনাগরী
এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। বাঁশখালী থানা
পুলিশ গুনাগরী এলাকায় টহলে রয়েছে।
নিহত
আবুহান কালীপুর
ইউনিয়নের গুনাগরী গ্রামের মোজ্জাফর আহমদ (বদুর) ছেলে বলে জানা যায়।
হত্যাকারী যুবলীগ নেতা মোঃ আক্কাস একই গ্রামের মুন্সি মিয়ার
ছেলে।
সূত্র জানা য়ায়, সূত্রে জানা যায় সে প্রায় সময় নেশাগ্রস্ত
অবস্থায় থাকে।এদিকে
নিহতের পরিবার সূত্র জানা যায় মামলার প্রস্তুতি চলতেছে।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন হীরা বলেন,
গুনাগরী গ্রামে ছুরিকাঘাতে যুবক খুন খবর
পেয়ে। এলাকায় পুলিশ পাঠিয়েছি। এবং খুনিকে গ্রেপ্তারের জন্য এলাকায় পুলিশ টহলে রয়েছে।
No comments:
Post a Comment