আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি ও জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা আমির এ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর দুইটার দিকে সাতকানিয়ার চিববাড়ি
এলাকার নিজ বাড়ি থেকে সাতকানিয়া থানা পুলিশ তাকে আটক করে। থানার এএসআই
মোহাম্মদ সাইফুল ইসলাম এই খবর নিশ্চিত করেছেন।
সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সাতকানিয়ার চিববাড়ি
এলাকায় ছালে আহমদের বাড়িতে অভিযান চালিয়ে আনেয়ারুল আলমকে আটক করা হয়।
তিনি বলেন, আনোয়ারুল আলম এক সময়কার ‘দুধর্ষ ক্যাডার’ বর্তমানে চট্টগ্রাম
মহানগর জামায়াতের আইন-আদালত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী ও বাকলিয়াসহ বিভিন্ন থানায়
সরকার উৎখাতে পরিকল্পনা ও নাশকতা, বিস্ফোরক বিশেষ ক্ষমতা অগ্নিসংযোগ এবং
পুলিশ এসল্ট আইনে প্রায় ডজন খানেক মামলা রয়েছে। তাকে আগামীকাল শনিবার
আদালতে সোপর্দ করা হবে।
আটক আনোয়ারুল আলম সাতকানিয়ার চিববাড়ি এলাকার ছালে আহম্মদের ছেলে। নেট সূত্র....
No comments:
Post a Comment