আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
নির্বাচনে না এলে নাকি নিবন্ধন ঝুঁকিতে পড়বে বিএনপি- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দলীয় সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনে নিতে নিবন্ধন বাতিলের ঝুঁকির কথা বলছেন সিইসি। বিএনপির নিবন্ধন বাতিলের ষড়যন্ত্রমূলকহীন উদ্দেশ্য থাকলে নূরুল হুদার পতন অনিবার্য।
শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি নিবন্ধন ঝুঁকিতে পড়বে- প্রধান নির্বাচন
কমিশনার এই কথা বলে বিএনপিকে ভয় দেখাচ্ছেন। যাতে বিএনপি শেখ হাসিনার অধীনে
একতরফা বাকশালী নির্বাচনে অংশগ্রহণ করে।
তিনি বলেন, যিনি কুমিল্লায় ডিসি থাকার সময় জনতার মঞ্চ তৈরি করেছিলেন এবং
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ভাঙচুর করেছিলেন। ক্ষমতাসীনদের সাথে
মিশতে মিশতে, বাকশালী সংস্কৃতির স্পর্শ পেতে পেতে শাসকগোষ্ঠীর মনের মানুষে
পরিণত হওয়া সিইসি কে এম নূরুল হুদা সাহেব একবোরেই খাঁটি বাকশাল মার্কা
মুখপাত্রে পরিণত হয়েছেন।
সিইসিকে উদ্দেশ্য করে রিজভী বলেন, জনসম্পৃক্ত রাজনৈতিক দলের অতীত অর্জন,
কীর্তি, সংগ্রাম ও অঙ্গীকার রক্ষার মধ্য দিয়ে জনগণের ভেতরে যে মজবুত
অবস্থান তৈরি হয়, সেই দলের রেজিস্ট্রেশন থাকে জনগণের হাতে। জনপ্রিয়
রাজনৈতিক দলকে কাগুজে নিবন্ধনের ঝুঁকির কথা বলে লাভ হবে না।
তিনি বলেন, জনগণের বিচারই রাজনৈতিক দলের টিকে থাকার মাপকাঠি। কোন আত্মা
বিক্রি করা ব্যক্তি কর্তৃক যখন জনপ্রিয় রাজনৈতিক দলকে নিবন্ধনের ঝুঁকির কথা
বলে যে হুমকি দেয়া হয় তাতে নিষ্ঠুর স্বৈরশাসকের আক্রমণ উপেক্ষা করে লড়াইয়ে
লিপ্ত সাহসী জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা সেই হুমকিতে বিচলিত হয় না।
বরং ভোটাধিকার হরণের জন্য দায়ী সিইসি ভোটারদের অভিশাপে নিজের আত্মপতনের
অন্ধকার গহব্বরে হারিয়ে যাবে। ভোটাধিকার কেড়ে নেয়া নব্য বাকশালী সরকারের
প্রতিভূ এই সিইসি কে এম নূরুল হুদা।
নির্বাচন কমিশনের ‘ডার্ক ম্যাটার’ হচ্ছেন এই প্রধান নির্বাচন কমিশনার
মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, কে এম নূরুল হুদার এই বক্তব্য
ভোটারবিহীন ‘শেখ হাসিনা মার্কা নির্বাচন স্টাইলের’ প্রতিধ্বনি।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সম্মান রক্ষার্থে বিবেক বিকিয়ে দেওয়া এই
সিইসি-কে পদত্যাগে বাধ্য করে নির্বাচন কমিশন পুনর্গঠনের এখন ভোটাধিকারহারা
জনগণ ঐক্যবদ্ধ। আমি সপাটে সিইসিকে জানিয়ে দিতে চাই-যদি বিএনপির নিবন্ধন
নিয়ে কোনো অশুভ প্ল্যান থাকলে অবৈধ সরকারের পাশাপাশি সিইসিকেও পতনের
ঝুঁকিতে পড়তে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল
খায়ের ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, সাংগঠনিক
সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম
আজাদ, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন প্রমুখ। নেট সূত্র...
No comments:
Post a Comment