চাদর নিয়ে ঝগড়া, শাশুড়িকে পেটালো পুত্রবধূ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, November 22, 2018

demo-image

চাদর নিয়ে ঝগড়া, শাশুড়িকে পেটালো পুত্রবধূ

bdmorning1542873390133222_bangladesh_pratidin_bdp_eiiu

আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় সামান্য একটি চাদর নিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়ারার এক পর্যায়ে শাশুড়িকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে পুত্রবধূ। 
সম্প্রতি পুত্রবধূর হাতে শাশুড়ি নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সামান্য একটি চাদর নিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া করছে তার পুত্রবধূ। এক পর্যায়ে তা গড়ায় হাতাহাতিতে। শাশুড়িকে মাটিতে ফেলে বেধড়ক মারতে থাকেন তিনি। বার বার সম্পত্তি ভাগ করে দিতে বলেন।
পরে স্থানীয়রা এগিয়ে এসে শাশুড়িকে উদ্ধার করেন। তবে এটা নাকি নতুন নয় ওই নারী প্রায় তার শাশুড়িকে নির্যাতন করেন বলে এলাকাবাসী জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়।
ভারতীয় গণমাধ্যমে খবর, স্বামী মারা যাওয়ার পর নিজের শাশুড়িই চক্ষুশূল হয়ে উঠেছিল পুত্রবধূ রিঙ্কু ঘোষের কাছে। কারণে, অকারণে প্রায়ই চলত বচসা। শাশুড়ির গায়ে একাধিকবার হাত তোলার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। সর্বশেষ গত ১৪ নভেম্বর শাশুড়িকে আরেকবার নির্যাতনের ঘটনায় ফুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ স্থানীয়দের।
 
জানা যায়, ২০১২ সালে দীপঙ্কর ঘোষের সঙ্গে বিয়ে হয় ফুলিয়া চাঁপাতলা পাড়ার রিঙ্কুর। প্রেম করেই বিয়ে। কিন্তু, বিয়ের কিছুদিন পর থেকেই সংসারে শুরু হয় অশান্তি। 
দীপঙ্করের মা শঙ্করীদেবী জানিয়েছেন, বিয়ের ছ’মাসের মধ্যেই তিনি ও শ্বশুরবাড়ির বাকি লোকেদের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেছিলেন রিঙ্কু। সম্পত্তি ভাগ করে দেওয়ার নামে প্রায়ই তাঁর সঙ্গে ঝামেলা করতেন রিঙ্কু। এমনকি গায়ে হাতও তুলতেন। রিঙ্কুর অত্যাচারে অতিষ্ট হয়ে সারা বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন দীপঙ্কর। চলতি বছরেই লিভারের অসুখে মৃত্যু হয় তাঁর।
স্বামীর মৃত্যুর পর শাশুড়ি ও শ্বশুরবাড়ির বাকিদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন রিঙ্কু।
ভারত নিউজ অনলাইন সূত্র.....

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *