১৬ কোটির দেশে ১৩ কোটির হাতে মোবাইল
আমার বাঁশখালী ডেক্স:
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ
এমপি বলেন, “১৬ কোটি মানুষের দেশে ১৩ কোটি মানুষের হাতে মোবাইল, এটাই
ডিজিটাল বাংলাদেশ। এখন এ ডিজিটাল বাংলাদেশ সমন্ধে জানতে বিদেশিরা আসে
শেখাতে নয়, আমাদের থেকে শিখতে। ডিজিটাল বাংলাদেশ আওয়ামী লীগের অবদান। এখন
প্রতিদিন শুধু মোবাইলেই লেনদেন হয় শতশত কোটি টাকা, যা ইন্ডিয়াতেও হয় না।
তিনি গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রাঙ্গুনীয়া-বোয়ালখালী (আংশিক) সংসদীয়
আসনের একমাত্র ইউনিয়ন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে
প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বক্কর ও স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ মোকারমের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।
এসময় তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, বাসস্থান, মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে বাংলাদেশে যা শেখ হাসিনার সরকারের অবদান। গত ৯বছরে শ্রীপুর-খরণদ্বীপ একটি ইউনিয়নে পৌনে একশ কোটি টাকার কাজ হয়েছে, যা কোনো কোনো এলাকার একটি উপজেলায়ও হয়নি। আজকে ছত্রিশ কোটি টাকার কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আপনারা যদি একাজকে বোয়ালখালী উপজেলার সাথে মিলান তবে বুঝতে পারবেন নিজেরা কতটুকু এগিয়ে আছেন।
বিশেষ বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আতাউল হক। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দ. জেলা আ.লীগের শিক্ষা বিষযক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, সমাজকল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহিন, উপজেলা আ.লীগের সা. সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, আ.লীগ নেতা রেজাউল করিম রাজা, নুরুল হুদা, ইসমাঈল হোসেন খোকন, জমির উদ্দিন, সেকান্দর আলম বাবর, শওকত হোসেন, ইঞ্জিনিয়ার রাশেদুল আলম প্রমুখ।
এর আগে শুক্রবার সকালে সাবেক মন্ত্রী ইউনিয়নের ৫টি পয়েন্টে প্রায় ৩৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুরে তিনি ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদে জুমার নামাজ আদায় করেন। বিকেলে জ্যৈষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে সম্মেলনে যোগ দেন।





No comments:
Post a Comment