আমার বাঁশখালী ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ‘ছক্কার রাজা’ হওয়ার সামনে ক্রিস গেইল। সব ফরমেট মিলিয়ে সমান ৪৭৬ ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তান তারকা শহীদ আফ্রিদি ও গেইল। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আফ্রিদির রেকর্ড স্পর্শ করেন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’। ঘরের মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচ হারলেও ৬৬ বলে ৭৩ রানের ইনিংস উপহার দেন গেইল। তাতে ছিল ৫টি ছক্কার মার। সবচেয়ে বেশি ছক্কার মাইলফলকে যেতে ৪৪৩ ম্যাচ খেলেছেন গেইল।
৪৭৬ ছক্কার জন্য ৫২৪ ম্যাচ খেলেন ‘বুমবুম’ আফ্রিদি। আফ্রিদির চেয়ে ৮১ ম্যাচ কম খেললেও ইনিংসের হিসেবে বেশি ব্যাট করেছেন গেইল। ৫১৩ ইনিংসে ব্যাট হাতে এতোসংখ্যক ছক্কা হাঁকান তিনি। আফ্রিদি ৫০৮ ইনিংসে ক্রিজে পা রাখেন। ৪৩২ ম্যাচে (৪৭৪ ইনিংস) ৩৯৮ ছক্কা নিয়ে তালিকার তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। ওয়ানডেতে ৩৫১টি ছক্কা হাঁকান আফ্রিদি। টি-টোয়েন্টিতে ৭৩ বার বল সীমানার ওপর দিয়ে বাইরে পাঠান। আর টেস্টে আফ্রিদির ব্যাট থেকে আসে ৫২টি ছক্কা। তিন ফরমেটে গেইলের ছক্কা যথাক্রমে ২৭৫, ১০৩ ও ৯৮টি।
No comments:
Post a Comment