ধর্মীয় অবমাননার অভিযোগ শাহরুখ-আব্রামের বিরুদ্ধে - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, September 19, 2018

demo-image

ধর্মীয় অবমাননার অভিযোগ শাহরুখ-আব্রামের বিরুদ্ধে

article-l-2018925911265241212000-1-402437298

আমার বাঁশখালী.কম ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
মূর্তি বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো গণেশ পূজা উৎসব। অন্যান্য বলিউড তারকার মতো শাহরুখ খানও নিজের বাড়িতে এই পূজা পালন করলেন। গণেশ চতুর্থীর দিন শাহরুখ পুত্র আব্রাম খান গণেশ মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে—এমন একটি ছবি শাহরুখ প্রকাশ করেন টুইটারে। এরপরেই সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হয় অভিনেতাকে। ধর্মকে অবমাননা করছেন বলে কটাক্ষ করা হয় শাহরুখকে।
উগ্র ধর্মীয়দের আক্রমণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হচ্ছেন শাহরুখ খান। ধর্মান্ধরা আব্রামের ছবিটির মাধ্যমে শাহরুখকে নিজের ধর্মের কথা মনে করিয়ে দিয়ে বলছেন, মুসলমান হয়ে এমন কাজ তাকে মানায় না। এমনকি ইসলাম ধর্মের নানা নিয়ম-রীতির কথাও তাকে মনে করিয়ে দিয়েছেন বেশ কয়েকজন। মুসলমান হয়ে হিন্দুদের উৎসব গণেশ পূজা কেন করানো হলো আব্রামকে দিয়ে—এমন প্রশ্ন তোলেন সমালোচকরা।
কেউ কেউ বলেছেন, ‘শাহরুখ লজ্জা পাও, তুমি মুসলমান।’ কেউ আবার শাহরুখের এমন আচরণকে ‘পাগলামি’ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে, ‘ইসলাম এমন মূর্তিকে বাড়ির ভেতরে রাখার অনুমতি দেয় না।’ ফেসবুকে আবার কেউ শাহরুখের এমন আচরণকে ‘ক্ষমার অযোগ্য’ বলেছেন। জানিয়েছেন, ‘আজ থেকে আর শাহরুখের ভক্ত থাকতে পারলাম না।’ একজন আবার লিখেছেন, ‘আপনি জাহান্নামে যেতে চলেছেন।’
এদিকে শাবানা আজমিও পক্ষ নিয়েছেন শাহরুখের। তিনি মনে করিয়ে দিলেন, শাহরুখের স্ত্রী গৌরি খান হিন্দু। টুইটারে কড়া ভাষায় তিনি লিখেছেন, ‘শাহরুখকে এভাবে ট্রল করার মতো কাজটি অত্যন্ত জঘন্য। গণেশ সব মহারাষ্ট্রীয়র জন্য দেবতাস্বরূপ। আর শাহরুখও একজন মুম্বাইবাসী এবং এটি তার কর্মভূমি। এ ছাড়া তার স্ত্রী গৌরিও হিন্দু।’
এ ছাড়া এই সমালোচনার পর শাহরুখের পক্ষেও দাঁড়িয়েছেন বলিউডের অন্যতম তারকা সংগীত পরিচালক অানু মালিক। শাহরুখের বিরুদ্ধে যারা মুখ খুলেছেন তাদের কয়েকজনকে কড়া জবাব দিয়েছেন তিনি। সমালোচক একজনকে অানু মালিক বলেন, ‘ভাই, তোমার মস্তিষ্ক কি মাদরাসা বের করে নিয়েছে?’
সব রকমের ধর্মীয় অনুষ্ঠানই উদযাপন করেন শাহরুখ। ঈদ, দিওয়ালি, পূজা—সব উৎসবই তিনি পালন করেন। যদিও এমন অভিজ্ঞতা শাহরুখের কাছে নতুন নয়। এর আগেও হিন্দুদের নানা অনুষ্ঠানে যোগ দিয়ে উগ্র ধর্মীয় তোপের মুখে পড়তে হয়েছে তাকে। তবে শুধু উগ্র ইসলামিরাই নন, উগ্র হিন্দুত্ববাদীরাও আঙুল তুলেছেন তার দিকে। তবে এর প্রত্যুত্তরে এখনো পর্যন্ত মুখ খোলেননি কিং খান।
শুধু শাহরুখ নন, সালমান খান নিজেও তার বাড়িতে গণেশ উৎসব পালন করেছেন। কিন্তু তাকে কোনো সমালোচনার মুখে পড়তে হয়নি। সালমান, শাহরুখ ছাড়াও সাইফ আলি খান মুসলমান হওয়া সত্ত্বেও তার ছেলে তৈমুরকে দিয়ে গণেশ উৎসব পালন করেছেন। কিন্তু তাদেরকে সমালোচনার মুখে পড়তে হয়নি। নেট সূত্র....

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *