৩০ কোটি টাকার ১১ বিলাসবহুল গাড়ি জব্দ! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, July 4, 2018

demo-image

৩০ কোটি টাকার ১১ বিলাসবহুল গাড়ি জব্দ!

C-1

শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে রাজধানীর অদূরে সাভার উপজেলায় পক্ষাঘাতগ্রস্তদের পুর্নবাসন কেন্দ্র সিআরপিতে অভিযান চালিয়ে বিলাসবহুল ১১টি গাড়ি উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

আজ বুধবার বিকেলে রাজস্ব বোর্ডের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে গাড়িগুলো আটক করে। এসব গাড়ির মূল্য প্রায় ৩০ কোটি টাকা।
অভিযানে নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন। তিনি সাংবাদিকদের জানান, যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) নামে শুল্কমুক্ত সুবিধায় আনা ১৯টি গাড়ি দুই বছর আগে সিআরপির গ্যারেজে রাখা হয়। এর মধ্যে দুই দফায় আটটি গাড়ি সরিয়ে নেওয়া হলেও অবশিষ্ট গাড়িগুলো শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশে রাখা হয়।
সিআরপির নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শফিক উল ইসলাম বলেন, ‘অনেক আগে যুক্তরাজ্যের ডিএফআইডি আমাদের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করেছিল। সেই সুবাদে ২০১৬ সালের ২৭ জুন মাত্র ছয় মাসের জন্য তারা গাড়িগুলো রেখে যায়। তারপর থেকে তারা দুদফায় আটটি গাড়ি সরিয়ে নিলেও অন্যগুলো আর নেয়নি।
পক্ষাঘাতগ্রস্তদের পুর্নবাসন কেন্দ্র সিআরপির হেড অব সাপোর্ট সার্ভিস শহিদুর রহমান বলেন, গাড়িগুলো সরিয়ে নেওয়ার জন্য আমরা বহুবার মেইল দিয়েছি কিন্তু তারা কোনো সাড়া দেয়নি।
কাস্টমস আইন অনুসারে শুল্কমুক্ত সুবিধা নিয়ে কেউ কোনো গাড়ি ব্যবহার করলে পরবর্তীতে ওই কর্মকর্তার পদবী পরিবর্তন হলে বা অন্য কোনো সংস্থায় যোগদান করলে পুরোনো কাস্টমস পাসবুক জমা দিয়ে নতুন করে পাসবুক গ্রহণ করতে হয়। সেক্ষেত্রে পুরোনো গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা যাবে না। কাস্টমস আইন-১৯৬৯-এর ৭ ধারা অনুসারে প্রকল্পের কাজ শেষ হলে শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ির বিষয়ে এনবিআরকে জানাতে হয়। গাড়ি হাতবদল করলে বিক্রিত মূল্য সরকারি কোষাগারে জমা দিতে হয়। তবে বিদেশি এ সংস্থাটি আইনের বরখেলাপ করেছে। এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা যুক্তরাজ্যের ডিএফআইডি সঙ্গে যোগাযোগ করেও এ কোনো সদুত্তর পায়নি। আমার বাঁশখালী ডটকম। সূত্র: নিউজ৭১ডটকম।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *