আমার বাঁশখালী ডেস্ক:
নিরাপত্তার অজুহাতে এবার রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ি চালানো বন্ধ রেখে রাস্তায় অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। রাস্তায় কোনো গাড়ি দেখলেই তারা থামিয়ে দিচ্ছেন। এমনকি রিকশাও চলতে দিচ্ছে না তারা।
আজ শুক্রবার সকাল ৯ থেকে রাজধানীর আভ্যন্তরীণ সকল পরিবহন চলাচলে বাধা সৃষ্টি করছে শ্রমিকরা। সেই সঙ্গে সকল প্রকার যানবাহনের পাশাপাশি রিকশা চলাচলেও বাধা দিচ্ছে তারা। এতে সাধারণ মানুষরা সায়েদাবাদ এলাকায় শ্রমিকদের বাধার মুখে পড়ে রিকশা থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকে।
মিরপুর-১১-তেও সড়কে অবস্থান নিয়ে গাড়ি চলতে বাধা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা। তারা বলছেন, শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আজ শুক্রবার মালিক সমিতি ধর্মঘট ডেকেছে। কোনো গাড়ি চলতে দেওয়া হবে না।
এ ব্যাপারে শ্রমিক ইউনিয়নের নেতা মো. কিরন হোসেন সাংবাদিকদের বলেন, আমরা পাঁচ দিন ধরে গাড়ি চালাতে পারছি না। দুর্ভোগ তো আমাদেরও হচ্ছে। আমরা কি না খেয়ে মরব নাকি? আমাদের গাড়ি চলাচলে নিরাপত্তা দেওয়ার পর গাড়ি চলতে দেওয়া হবে।
No comments:
Post a Comment