ভিক্ষুক পূনর্বাসন প্রকল্পে বাঁশখালীতে ২শত ভিক্ষুকের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, September 1, 2018

demo-image

ভিক্ষুক পূনর্বাসন প্রকল্পে বাঁশখালীতে ২শত ভিক্ষুকের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ


Banskhali+pic-1

আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
বাঁশখালীর ২শত জন ভিক্ষুকের মুখে হাসি ফুটাতে গত শুক্রবার বাঁশখালী উপজেলার সাত ইউনিয়নের ভিক্ষুককে ভ্যানগাড়ি প্রদানের মাধ্যমে পুনর্বাসন করেছে মাস্টার নজির আহমদ ট্রাস্ট। গত শুক্রবার বিকাল ৫টায় মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ মাঠে এ পুনর্বাসন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ট্রাস্টের সদস্যসচিব মুজিবুর রহমান সিআইপি ভিক্ষুকদের মধ্যে এসব গাড়ি প্রদান করেন। এসময় মুজিবুর রহমান সিআইপি বলেন, ‘বাঁশখালীতে যাতে কোন ভিক্ষুক না থাকে সেজন্য কাজ করছি। আগে দেড়শ জনকে পুনর্বাসন করেছি। আজকে ৫০ জনকে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন প্রদান করেছি। আগামীতে যাতে আরো দিতে পারি সেজন্য দোয়া করবেন। আমার পিতার আদেশে এসব সামাজিক কর্মকান্ড চালাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘আমাদের উচিত দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাহলেই এলাকা স্বাবলম্বী হবে। আগামীতেও গরীব মানুষের পাশে আমি ও আমার পরিবার থাকবো ইনশাল্লাহ্।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সৈয়দ, বাঁশখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নূর হোসেন, দক্ষিণ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতাউল করিম, আওয়ামী লীগ নেতা ভিপি ইলিয়াস, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহদাত ফারুক, কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ চৌধুরী, শেখেরখীল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবলু কুমার দেব, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাবর, কাউন্সিলর দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন খোকন প্রমুখ।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *