বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম সফল - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, September 5, 2018

demo-image

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম সফল

priyo-satellite-3-0509-1436458845

আমার বাঁশখালী.কম ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
বাংলাদেশের প্রথম মহাকাশ যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু-১ (বিএস-১) পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
৪ সেপ্টেম্বর, মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে ১২তম সাফ সুজুকি কাপের বাংলাদেশ-ভুটান ও নেপাল-পাকিস্তান ম্যাচ দুটি এ স্যাটেলাইটের মাধ্যমে বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
বিটিভির সম্প্রচারে দেখা যায়, লেখা রয়েছে ‘বাংলাদেশ টেলিভিশনের কারিগরি সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর পরীক্ষামূলক সম্প্রচার’।
এ বিষয়ে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘আমরা পুরোপুরি সফল হয়েছি। সম্প্রচার ছবি খুবই স্বচ্ছ ছিল।’
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, আগামী অক্টোবরের মধ্যে স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া সাফ সুজুকি কাপ-২০১৮ চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। বিসিএসসিএলের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সোমবার বাসসকে জানান, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে সাফ চ্যাম্পিয়নশিপ খেলা সম্প্রচারের জন্য প্রস্তুত বিসিএসসিএল।
এই সম্প্রচারকে বাণিজ্যিক কার্যক্রমের ‘প্রাক-পরীক্ষা’ হিসেবে অভিহিত করে শাহজাহান মাহমুদ বলেন, ‘এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়া একটি বেসরকারি স্যাটেলাইট স্টেশনে সম্প্রচারের পর আমরা তা বিটিভিতে প্রচার করব।’
স্যাটেলাইটটি মহাকাশে স্থান করে নেওয়ার পর থেকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে ড. মাহমুদ বলেন, ‘এখন আমাদের সামনে চলার সময় এসেছে। আমরা আগামী দুই সপ্তাহ পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে বিএস-১-এর কার্যক্রম অবলোকন করব।’
গত ১১ মে দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এর আগে ১০ মে, বৃহস্পতিবার উৎক্ষেপণের ৫৮ সেকেন্ড আগে উৎক্ষেপণ স্থগিত করা হয় বঙ্গবন্ধু-১ বহনকারী ফ্যালকন-৯-এর। তবে ১১ মে দ্বিতীয়বারের প্রচেষ্টায় এর উৎক্ষেপণ সফল হয়। নেট সূত্র ....

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *