আমার বাঁশখালী.কম ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
৪ সেপ্টেম্বর, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হোয়াইক্যং
চাকমারকুলের ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের
সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান, রাত দেড়টার
দিকে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই বাঁশ, চট এবং
পলিথিনে গড়া ২৮টি ঘর ভস্মীভূত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তারা পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে ওসি আরও জানান, আগুনে ঘর ভস্মীভূত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে গত ৩ সেপ্টেম্বর, সোমবার চাকমারকুলের পারিয়াপাড়ার পাহাড়ের ভেতর থেকে তিন রোহিঙ্গা যুবককে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের তিনজন সঙ্গী নিখোঁজ রয়েছেন। নেট সূত্র....
No comments:
Post a Comment