আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
চট্টগ্রামের বাঁশখালী পুকুরিয়া ইউনিয়নের রাধামুড়া এলাকায় হাতির পায়ে পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু হয়েছে। সে পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড নতুন পাড়া এলাকায় বন্য হাতির আক্রমনে মরিয়ম বেগম (৬১) নিহত হয়। সে ঐ এলাকার ছিদ্দিক আহমদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরিয়া ইউনিয়নের রাধামুড়া এলাকায় বুধবার রাত ৩ টার দিকে হাতি পাল লোকালয়ে প্রবেশ করলে হাতি তাড়াতে বেশ কয়েকজন দিকবিদিক ছুটাছুটি করছিল। এ সময় হাতি তাড়ানোর জন্য বাড়ির বাহিরে যাওয়া ছেলেকে খুঁজতে গিয়ে মরিয়ম বেগম হাতির পায়ে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সময় হাতির হামলায় গুরুতর আহত হয় শফিকুল ইসলাম (৩৫) কে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ জানান, পুকুরিয়া ও সাধনপুরে হাতির পাল প্রতিনিয়ত বাড়ীঘরে হানা দিলেও বনবিভাগ, এলাকাবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছুতেই যেন থামাতে পারছে না। বন্য হাতির তান্ডবে প্রতিনিয়ত এই এলাকার মানুষ মৃত্যুর সাথে যুদ্ধ করে যাচ্ছে।
No comments:
Post a Comment