জাতীয় পার্টি ক্ষমতায় গেলে একটি লোকও মারা যাবে না: এরশাদ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Sunday, September 16, 2018

demo-image

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে একটি লোকও মারা যাবে না: এরশাদ

68169798
আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এক লাখ লোক মারা যাবে’, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দাবি করেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে একটি লোকও মারা যাবে না।
১৬ সেপ্টেম্বর, রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন এরশাদ।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘দেশে আজ মানুষের জীবনের নিরাপত্তা নেই। প্রতিদিন মানুষ খুন হচ্ছে, তার হিসেব নেই। সমাজব্যবস্থা ভেঙে পড়েছে।’
প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। মানুষ জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চায়।’
এরশাদ আরও বলেন, ‘ক্ষমতার পালাবদল হয়, মানুষ কিছু পায় না। আমরা পালাবদল নয়, পরিবর্তন চাই।’
এরশাদ বলেন, ‘সুনামগঞ্জকে আমি জেলা ঘোষণা করেছিলাম। সুনামগঞ্জের এমপি এখন পীর মিছবাহ। আগামী নির্বাচনে আবারও তাকে প্রার্থী ঘোষণা করলাম। আমার আসনে এখনো প্রার্থী ঘোষণা করিনি। এই প্রথম সুনামগঞ্জের মিছবাহর নাম ঘোষণা করলাম। আপনারা আমার ইজ্জত রাখবেন।’
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ ও জেলা জাতীয় পার্টির নেতা গোলাম হোসেন অভির পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন দলটির মহাসচিব রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সিলেট-২ আসনের এমপি ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ছাতক-দোয়ারা আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ মাস্টার, মোহাম্মদ আলী খুশনুর, আ. ন. ম ওহীদ কনা মিয়াসহ জেলার দলীয় নেতৃবৃন্দ। নেট সূত্র.....

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *