চীন থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় বুলেট ট্রেন! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, September 13, 2018

demo-image

চীন থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় বুলেট ট্রেন!

bullet-train-1116799208

আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
এই রেলরুটে বাংলাদেশ এবং মিয়ানমারকেও যুক্ত করতে চায় চীন।
চীনের কুনমিং থেকে ভারতের কলকাতায় বুলেট ট্রেন পরিষেবা চালু করতে চায় চীন। যে ট্রেনটি বাংলাদেশ হয়ে চলাচল করবে।
১২ সেপ্টেম্বর, বুধবার কলকাতায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মা ঝানউ এক সম্মেলনে এই পরিকল্পনার কথা জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে, মা ঝানউ জানিয়েছেন ভারত এবং চীনের যৌথ উদ্যোগে এই ট্রেন সার্ভিস চালু করতে চায় তার দেশ। এই রেলরুটে বাংলাদেশ এবং মিয়ানমারকেও যুক্ত করতে চায় চীন।
ঝানউ বলেন, ‘এই রেল চালু হলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা থেকে কুনমিং পৌঁছে যাওয়া যাবে।’
 মা ঝানউর মতে, এই রেলপথ চালু হলে বাংলাদেশ ও মিয়ানমার লাভবান হবে। তিনি জানান, ২৮০০ কিলোমিটারের এ রেলরুটকে কেন্দ্র করে শিল্পায়নের সম্ভবনাও বাস্তবায়িত হবে। যেসব দেশের ওপর দিয়ে এই রেলপথ যাবে, তাদের সবারই অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা থাকবে।
২০১৫ সালে কুনমিং-এ অনুষ্ঠিত ‘গ্রেটার মেকং সাবরিজিয়নের’ (জিএমএস) বৈঠকেও এই দ্রুতগামী রেল পরিষেবা চালু করার বিষয়ে প্রস্তাব রাখা হয়েছিল বলে জানান চীনের কনসাল জেনারেল। নেট সূত্র.....

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *