আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যের দিকে প্রবল আকার ধারণ করে
ধেয়ে আসছে হারিকেন (ঘূর্ণিঘড়) ফ্লোরেন্স। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে
অথবা শুক্রবার এটি আঘাত হানতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শক্তিশালী হারিকেন ফ্লোরেন্সের কারণে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব
উপকূলীয় অঞ্চলের লাখ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার এ হারিকেনকে ‘দানব’ হিসেবে উল্লেখ
করে বলেন, ‘দুর্যোগ আমাদের দোরগোড়ায় এসেছে এবং লাখো ভবন হয়ত প্লাবিত হবে।’
রয় কুপার আরও বলেন, ‘বাতাস ও বৃষ্টির সময় উপকূলীয় এলাকায় থেকে যাওয়ার সিদ্ধান্ত মোটেও বুদ্ধিমানের কাজ হবে না।’
তিনি জানান, এটা এমন ঝড় নয়, যেখানে মানুষজনের উপভোগের কিছু রয়েছে।
নগর ব্যবস্থাপক মাইক ক্রেমার জানান, আইন প্রয়োগকারী কর্মকর্তারা
মূল্যায়ন করার চেষ্টা করছেন নর্থ ক্যারোলাইনার উইলমিংটন এলাকায় এখনও কত
লোক রয়েছে।
ঘূর্ণিঝড়টি তৃতীয় মাত্রায় (ক্যাটাগরি) অবনমিত হয়েছে, যার গতিবেগ ঘণ্টায়
১২০ মাইল (১৯৫ কিলোমিটার)। তবে কর্মকর্তারা বলছেন, এটা এখনো অত্যন্ত ভয়ংকর
অবস্থায় আছে। বুধবার সকালে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা দেখা গেছে ৮৩ ফুট।
বুধবার দ্য ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার
পূর্ব উপকূলে আঘাত হানবার আগে এটি প্রলয়ংকারী এক ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এরই মধ্যে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও ভার্জিনিয়া অঙ্গরাজ্য
থেকে ১৭ লাখের বেশি মানুষকে নিরাপদ সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া সাউথ
ক্যারোলাইনার চারটি সড়ককে একমুখী করা হয়েছে, যাতে সরিয়ে নেওয়ার কাজটা
ত্বরান্বিত হয়। বুধবার জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে। কয়েক দশকের মধ্যে এটাই ওই এলাকায় সবচেয়ে বড় ঝড় হতে পারে।
সূত্র: সিএনএন, ভয়েস অব অ্যামেরিকা
No comments:
Post a Comment